প্রোগ্রামিং ভাষা - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) | এইচএসসি - অধ্যায় ৫ : পাঠ ১

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মিসবাহ্ উদ্দিন, সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও আইসিটি প্রশিক্ষক। প্রথম আলো'র পড়াশোনা'র এই আয়োজনে আমি এইচএসসির আইসিটি বিষয়ের বিভিন্ন টপিকের উপর আলোচনা করব। তোমাদের কাছে কেমন লাগলো জানাতে পারো কমেন্টে

প্রগ্রামিং করতে যেয়ে প্রথমেই আমরা বোর হয়ে যাই। তাই বোরিংনেস থেকে বের হয়ে আসার জন্য প্রথমেই কিছু ব্যাবহারিক বিষয় ব্যখ্যা করে নেবো। তারপর দেখবে পুরো প্রগ্রামিং বিষয়টি পানির মতো সহজ হয়ে গেছে।

আজকের এই পর্বে আমি চেষ্টা করেছি প্রোগ্রামিং ভাষার জটিল কঠিন বেসিক বিষয়গুলোকে ব্যখ্যা করার, সাথে কমন মিসটেক এবং জিস্ট পয়েন্টগুলোকে আলাদা করে দেখানোর। একটু মনযোগ দিয়ে ভিডিওটি দেখলে এ থেকে তোমরা অনেক উপকৃত হতে পারবে।

সবার জন্য শুভকামনা