অধ্যায় ১০
প্রশ্ন: কেন তথ্য খুঁজে পেতে, বুঝতে, মূল্যায়ন ও ব্যবহার করতে আমাদের যথাযথ দক্ষতা অর্জন করতে হবে?
উত্তর: তথ্য খুঁজে পেতে, বুঝতে, মূল্যায়ন ও ব্যবহার করতে আমাদের যথাযথ দক্ষতা অর্জন করা জরুরি। তথ্য খুঁজতে আমাদের প্রথমেই ইন্টারনেটের ব্যবহার জানতে হবে। কেননা তথ্য সংগ্রহ করতে ইন্টারনেটের নানান বিষয়, যেমন সার্চ ইঞ্জিন, সার্চ বার, ওয়েবসাইট ইত্যাদি সম্পর্কে দক্ষতা না থাকলে তথ্য সংগ্রহকারী তথ্য সংগ্রহে ব্যর্থ হবে।
আবার তথ্য সংগ্রহকারী যদি সঠিক তথ্য ও তথ্যের গুরুত্ব অনুধাবন করতে না পারেন, তবে তথ্য জানার কোনো সুফল পাওয়া যাবে না। জানা তথ্য যদি সবার নিকট বিনিময় করার প্রয়োজন হয়, তবে তা অবশ্যই বিনিময় করতে হবে। তথ্য বিনিময়ের জন্য বিনিময়মাধ্যম, যেমন ইন্টারনেট, ই–মেইল, সামাজিক যোগাযোগমাধ্যম, রেডিও, টেলিভিশন, মুঠোফোন ব্যবহার করার জন্য অভিজ্ঞতার প্রয়োজন। যদি তথ্য সংগ্রহকারী তথ্যের গুরুত্ব মূল্যায়ন করতে না পারেন, তবে সে তথ্য ব্যবহার কোনো উপকারে আসবে না। তাই তথ্যের সুফল পেতে আমাদের যথাযথ দক্ষতা অর্জন করতে হবে।
প্রশ্ন: তথ্য বিনিময় না করলে কী হতে পারে, ব্যাখ্যা করো।
উত্তর: তথ্য বিনিময় হলো একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ার সাহায্যে জানা তথ্যটি পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনের সঙ্গে আদান–প্রদান করা যায়। তথ্য বিনিময় না করলে আমাদের স্বাভাবিক জীবন নানান ক্ষতির সম্মুখীন হতে পারে। যদি আবহাওয়াবিদেরা বলেন যে প্রচণ্ড জলোচ্ছ্বাস হবে, কিংবা ঘূর্ণিঝড় হবে এবং এই তথ্যটি যদি বিনিময় না হয়, অর্থাৎ লোকজনকে জানানো না হয়, তাহলে সমুদ্র উপকূলের মানুষের জীবন ও সম্পদের ক্ষতি বৃদ্ধি পাবে। শুধু দুর্যোগই নয়, যদি দেশে কোনো সংক্রামক রোগ যেমন, কোভিড–১৯ বা অনুরূপ আতঙ্কের কোনো ব্যাপার সৃষ্টি হয়, তবে তা সবার কাছে বিনিময় করা উচিত। যদি তা না করা হয়, তবে আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবন বিপদগ্রস্ত ও অনিরাপদ হয়ে পড়বে।
প্রশ্ন: তোমার একজন বন্ধু জাপানে থাকে। তুমি তার সাথে তথ্য বিনিময় করতে চাও। কোন কোন উপায়ে তুমি তার সাথে তথ্য বিনিময় করতে পারো? এর জন্য তেমার কী কী প্রযুক্তির দরকার হবে? লেখো।
উত্তর: জাপানে থাকা বন্ধুর সাথে আমি যে যে উপায়ে তথ্য বিনিময় করতে পারি, তা হলো—
১. টেলিফোন বা মুঠোফোনের মাধ্যমে তথ্য বিনিময় করতে পারি।
২. চিঠি আদান–প্রদান করে তথ্য বিনিময় করতে পারি।
৩. ক্যামেরার মাধ্যমে ছবি তুলে বা ভিডিও করে তথ্য বিনিময় করতে পারি।
৪. খুদে বার্তা (এসএমএস), ই–মেইল, সামাজিক যোগাযোগমাধ্যম, যেমন ফেসবুক বা টুইটার ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে আদান–প্রদান করতে পারি।
তথ্য বিনিময়ের জন্য আমার যেসব প্রযুক্তি দরকার তা হলো—
১. ইন্টারনেট সংযুক্ত কম্পিউটার
২. মুঠোফোন
৩. টেলিফোন
৪. ক্যামেরা ইত্যাদি।
পারভীন সুলতানা, সহকারী শিক্ষক
মিরপুর প্রাথমিক বিদ্যালয়, ঢাকা