অধ্যায় ৩
৩৬. ধর্মচর্চা কোন ধরনের স্বাধীনতার অন্তর্ভুক্ত?
ক. সামাজিক স্বাধীনতা
খ. রাজনৈতিক স্বাধীনতা
গ. ব্যক্তিগত স্বাধীনতা
ঘ. অর্থনৈতিক স্বাধীনতা
৩৭. সভ্য সমাজের মানদণ্ড কোনটি?
ক. নারী স্বাধীনতা
খ. বিজ্ঞানের উন্নতি
গ. উন্নত যোগাযোগব্যবস্থা
ঘ. আইনের শাসন
৩৮. ‘যেখানে আইন থাকে না, সেখানে স্বাধীনতা থাকতে পারে না’—উক্তিটিতে কী প্রকাশ পাচ্ছে?
ক. আইন স্বাধীনতার প্রচারক
খ. আইন স্বাধীনতার সম্পূরক
গ. আইন স্বাধীনতার রক্ষক
ঘ. আইন স্বাধীনতার প্রতিবন্ধক
৩৯. অবাধ ও নিয়ন্ত্রণহীন স্বাধীনতা—
i. উচ্ছৃঙ্খলতার নামান্তর
ii. অরাজকতার নামান্তর
iii. প্রকৃত স্বাধীনতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪০. ‘জাতীয় স্বাধীনতা ব্যতীত—অর্থহীন’ কোনটি অর্থহীন—
i. সামাজিক স্বাধীনতা
ii. রাজনৈতিক স্বাধীনতা
iii. অর্থনৈতিক স্বাধীনতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪১. ফরাসি বিপ্লবের মূলমন্ত্র ছিল—
i. সাম্য, স্বাধীনতা ও আইন
ii. আইন, স্বাধীনতা ও ভ্রাতৃত্ব
iii. সাম্য, স্বাধীনতা ও ভ্রাতৃত্ব
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii
গ. iii ঘ. ii ও iii
৪২. দেশের সব নাগরিক সমান সুযোগ-সুবিধা ভোগ করে—
i. সামাজিক অধিকার ভোগের ক্ষেত্রে
ii. রাজনৈতিক অধিকার ভোগের ক্ষেত্রে
iii. অর্থনৈতিক অধিকার ভোগের ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক ?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ৩: ৩৬. গ ৩৭. ঘ ৩৮. গ ৩৯. ক ৪০. ঘ ৪১. গ ৪২. ঘ