এসএসসির ফল

পাসের হার ও জিপিএ-৫ এ এগিয়ে মেয়েরা

এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের উল্লাস।
ছবি: তানভীর আহাম্মেদ

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার এবং ফলাফলের সর্বোচ্চ সূচক জিপিএ-৫ পাওয়ার দিক দিয়ে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় মেয়েদের পাসের হার ৯৪ দশমিক ৫০ আর ছেলেদের পাসের হার ৯২ দশমিক ৬৯।

অন্যদিকে মোট জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্রী ১ লাখ ৩ হাজার ৫৭৮ জন এবং ছাত্র ৭৯ হাজার ৭৬২ জন।

শতভাগ পাশের ফলাফল পেয়ে শিক্ষার্থীরা উল্লাসে মেতে ওঠে। সামসুল হক খান স্কুল এন্ড কলেজ, ডেমরা, ৩০ ডিসেম্বর।

আজ বৃহস্পতিবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে গড় পাসের হার ৯৩ দশমিক ৫৮ এবং মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৩৪০ জন

শতভাগ পাশের ফলাফল পেয়ে শিক্ষার্থীরা উল্লাসে মেতে ওঠে। সামসুল হক খান স্কুল এন্ড কলেজ, ডেমরা, ৩০ ডিসেম্বর।

আনুষ্ঠানিকভাবে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ১০টার দিকে গণভবন থেকে ভার্চ্যুয়াল অনুষ্ঠানের মাধ্যমে তিনি এই ফলাফল প্রকাশ করেন। পরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সংবাদ সম্মেলন করে ফলাফলের তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী দীপু মনি।