৩। প্রশ্ন: ক্রিয়াপদের চলিত রূপ লেখো।
হাসিব, দলিবে, ফুটিতেছে, দোলাইতেছে, তুলিবে
উত্তর
শব্দ---------- চলিতরূপ
হাসিব ---------হাসব
দলিবে ---------দলবে
ফুটিতেছে ------ফুটছে
দোলাইতেছে ---দোলাচ্ছে
তুলিবে ---------তুলবে
৫। প্রশ্ন: এককথায় প্রকাশ করো।
উত্তর
দেশের প্রতি প্রেম — দেশপ্রেম
সকলে মিলে — একত্রে
আকাশে চরে যে — খেচর
ফুটে আছে যে — প্রস্ফুটিত
ঘাসের ফুল — ঘাসফুল
যার তুলনা নাই — অতুলনীয়
খন্দকার আতিক, শিক্ষক, উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা