পঞ্চম শ্রেণি – বাংলা | অবাক জলপান : প্রশ্নোত্তর (৩-৪)

পঞ্চম শ্রেণির পড়াশোনা

অবাক জলপান

৩। প্রশ্ন: ‘বোবা জল’ বলতে কী বোঝায়?

উত্তর: ‘বোবা জল’ বলতে ‘পরিশ্রুত জল’কে বোঝায়। ইংরেজিতে এই জলকে বলা হয় ‘ডিস্টিলড ওয়াটার’। এই জল বিশেষ কাজের জন্য কৃত্রিমভাবে তৈরি করা হয়। বোবা জল প্রাকৃতিক জলের চেয়ে আলাদা। এই জলে কোনো স্বাদ নেই।

৪। প্রশ্ন: ‘জলাতঙ্ক’ কাকে বলে?

উত্তর: যে রোগ হলে রোগী প্রচণ্ড পিপাসা পেলেও জল পান করতে পারে না, জল পান করতে গেলে গলায় খিঁচ ধরে যায়। রোগী তাই ভয়ে জল পান করতে চায় না। জলকে ভয় পাওয়া এ ধরনের রোগকে ‘জলাতঙ্ক’ বলে।

খন্দকার আতিক, শিক্ষক, উইল্​স লিট্​ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

◀ প্রশ্নোত্তর (১-২)