১. ‘সমাস’ শব্দের অর্থ কী?
ক. মিলন, সংক্ষেপ ও বিপরীতকরণ
খ. সংক্ষেপ, মিল ও নির্দিষ্টকরণ
গ. সংক্ষেপ, মিলন ও একপদীকরণ
ঘ. সংক্ষেপ, একপদীকরণ ও পদের ধারণা
২. অর্থসংগতিবিশিষ্ট একাধিক পদের এক পদে পরিণত হওয়ার নাম কী?
ক. সমাস খ. কারক
গ. বাচ্য ঘ. বচন
৩. সমাসের রীতি কোন ভাষা থেকে আগত?
ক. আরবি খ. ফারসি
গ. সংস্কৃত ঘ. ইংরেজি
৪. সমাসের সঙ্গে কোনটির কিছুটা মিল আছে?
ক. কারক খ. ধাতু
গ. প্রকৃতি ঘ. সন্ধি
৫. যে যে পদে সমাস হয়, তাদের প্রতিটির নাম কী?
ক. সমস্যমান পদ খ. ব্যাসবাক্য
গ. সমাসবাক্য ঘ. সমস্তপদ
৬. সমস্ত শব্দটির অন্তর্গত পদগুলোকে কী বলা হয়?
ক. সমস্যমান পদ খ. ব্যাসবাক্য
গ. সমাসবদ্ধ পদ ঘ. উত্তরপদ
৭. সমাসবদ্ধ বা সমাসনিষ্পন্ন পদটির নাম কী?
ক. ব্যাসবাক্য খ. বিগ্রহবাক্য
গ. সমস্যমান পদ ঘ. সমস্তপদ
৮. সমাসবদ্ধ পদের পরবর্তী অংশকে কী বলা হয়?
ক. পূর্বপদ খ. দক্ষিণপদ
গ. উত্তরপদ ঘ. প্রধান পদ
৯. ব্যাসবাক্যের অপর নাম কী?
ক. বিগ্রহবাক্য খ. যৌগিক বাক্য
গ. সরল বাক্য ঘ. জটিল বাক্য
১০. সমস্তপদকে ভেঙে যে বাক্যাংশ করা হয়, তার নাম কী?
ক. সরল বাক্য বা মিশ্র বাক্য
খ. মিশ্র বাক্য বা জটিল বাক্য
গ. সরল বাক্য বা জটিল বাক্য
ঘ. ব্যাসবাক্য বা বিগ্রহবাক্য
সঠিক উত্তর:
সমাস: ১.গ ২.ক ৩.গ ৪.ঘ ৫.ক ৬.ক ৭.ঘ ৮.গ ৯.ক ১০.ঘ
পূর্ববর্তী দিনের প্রকাশিত বহুনির্বাচনি প্রশ্ন