১. ভারতবর্ষে কাপড়কে আকর্ষণীয় করতে রঙের ব্যবহার প্রায় কত বছর আগে শুরু হয়েছিল?
ক. ৩০০০ খ. ৪০০০
গ. ৫০০০ ঘ. ৬০০০
২. আল – কেমি শব্দটি আরবি কোন শব্দ হতে উদ্ভূত?
ক. আল–কিমি খ. আল–কিমিয়া
গ. কিমিয়া ঘ. আল–কারিয়া
৩. প্রাচীন ও মধ্যযুগীয় রসায়নচর্চা কী নামে পরিচিত?
ক. আল–কিমি খ. আল–কিমিয়া
গ. কিমিয়া ঘ. আল–কেমিস্ট্রি
৪. মিসরীয় সভ্যতা বোঝাতে কোন শব্দটি ব্যবহৃত হতো?
ক. আল–ফিজিয়া খ. আল–জাবির
গ. আল–কেমি ঘ. আল–কেমিস্ট্রি
৫. আম থেকে হলুদ বর্ণ ধারণ করার কারণ কোনটি?
ক. সবুজ বর্ণ সূর্যের আলোয় হলুদ বর্ণে রূপান্তরিত হয়
খ. আমের অভ্যন্তরে শর্করার মাত্রা হ্রাস পায়
গ. জৈব রাসায়নিক প্রক্রিয়ায় হলুদ বর্ণবিশিষ্ট নতুন যৌগের সৃষ্টি হয়
ঘ. আমের অভ্যন্তরে জটিল রাসায়নিক প্রক্রিয়ায় ইথাইন উৎপন্ন হয়
৬. লোহায় মরিচা ধরা মূলত কী?
ক. একধরনের মিশ্রণ
খ. ভৌত পরিবর্তন
গ. রাসায়নিক পরিবর্তন
ঘ. বাহ্যিক পরিবর্তন
৭. কাঠের প্রধান রাসায়নিক উপাদান কোনটি?
ক. সেলুলোজ খ. স্টার্চ
গ. হাইড্রোকার্বন ঘ. হাইড্রোজেন
৮. প্রাকৃতিক গ্যাস প্রধানত কী?
ক. ইথেন খ. মিথেন
গ. ইথিন ঘ. ইথাইন
৯. কোনটিকে জীবনের জন্য বিজ্ঞান বলা হয়?
ক. পদার্থবিজ্ঞান খ. রসায়নবিজ্ঞান
গ. প্রাণিবিজ্ঞান ঘ. উদ্ভিদবিজ্ঞান
১০. আল–কেমি —
i. মিশরীয় শিল্পকলা
ii. প্রাচীন ও মধ্যযুগীয় রসায়নচর্চা
iii. আল–কিমিয়া থেকে উদ্ভূত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ১: ১.গ ২.ক ৩.ক ৪.গ ৫.গ ৬.গ ৭.ক ৮.খ ৯.খ ১০.গ
চিন্ময় কুমার দাস, শিক্ষক, খুলনা জিলা স্কুল, খুলনা