১১. পুরাতন লোহার ওপর লালচে বাদামি বর্ণের আবরণ হলো —
i. মরিচা
ii. কার্বন
iii. পানিযুক্ত ফেরিক অক্সাইড
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২. পেট্রোলিয়ামের দহনে কোনটি উৎপন্ন হয়?
ক. কার্বন ডাই–অক্সাইড, পানি ও শক্তি
খ. সালফার ডাই–অক্সাইড ও পানি
গ. পানি ও শক্তি
ঘ. পানি, তাপ ও শক্তি
১৩. জৈব যৌগ ও বস্তুর সমন্বয়ে গঠিত —
i. খাবার ও সার
ii. শার্ট ও প্যান্ট
iii. যৌগ রাসায়নিক ক্রিয়ায় সৃষ্ট
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৪. জীবের দেহ গঠনের প্রধান জটিল অণু কোনটি?
ক. চর্বি খ. সেলুলোজ
গ. প্রোটিন ঘ. শ্বেতসার
১৫. ওজোনস্তর ক্ষয়কারী গ্যাসসমূহ চিহ্নিতকরণ কোন বিজ্ঞানের কাজ?
ক. পদার্থবিজ্ঞান খ. রসায়নবিজ্ঞান
গ. জীববিজ্ঞান ঘ. পরিবেশবিজ্ঞান
১৬. শিল্পকারখানায় রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয় কোনটি?
ক. প্লাস্টিক খ. অক্সিজেন
গ. মরিচা ঘ. আকরিক
১৭. কোয়ান্টাম মেকানিকসের সাহায্যে কোনটি করা যায়?
ক. অণুর গঠন বিশ্লেষণ
খ. পরমাণুর গঠন ব্যাখ্যা
গ. পরমাণুর ধর্ম অধ্যয়ন
ঘ. ইলেকট্রনের ধর্ম ব্যাখ্যা
১৮. কৃষিকাজে কীটনাশক ব্যবহার করা হয় কী উদ্দেশ্যে?
ক. জমির উর্বরতা বৃদ্ধির জন্য
খ. ফসলের পুষ্টির জন্য
গ. পোকামাড়কে শস্যহানি করা থেকে প্রতিরোধ করার জন্য
ঘ. আগাছা নির্মূলের জন্যে
১৯. কম্পিউটার ও অন্যান্য ইলেকট্রনীয় সামগ্রীর ক্ষুদ্রাংশসমূহ—
i. তামা দিয়ে তৈরি
ii. বিভিন্ন রাসায়নিক বস্তুর সমন্বয়ে তৈরি
iii. পদার্থের রাসায়নিক ধর্মের সমন্বয় ঘটিয়ে প্রস্তুত করা হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ২০ ও ২১ নম্বর প্রশ্নের উত্তর দাও
কম্পিউটার ও বিভিন্ন ইলেকট্রনিকস তৈরিতে একটি ধাতুর ব্যবহার বেশ গুরুত্বপূর্ণ।
২০. ধাতুটি কী?
ক. Fe খ. Zn
গ. Pb ঘ. Cu
সঠিক উত্তর
অধ্যায় ১: ১১.খ ১২.ক ১৩.গ ১৪.গ ১৫.খ ১৬.ক ১৭.খ ১৮.গ ১৯.ঘ ২০.ঘ
চিন্ময় কুমার দাস, শিক্ষক, খুলনা জিলা স্কুল, খুলনা