নবম শ্রেণি - পৌরনীতি ও নাগরিকতা | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

নবম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ১

১. রাষ্ট্র পরিচালনার জন্য অপরিহার্য উপাদান কোনটি?

ক. ভূখণ্ড খ. সরকার

গ. সার্বভৌমত্ব ঘ. জনসমষ্টি

২. Civitas শব্দের অর্থ কী?

ক. পৌরনীতি খ. নগররাষ্ট্র

গ. নাগরিক ঘ. নাগরিকতা

৩. নাগরিকের আচরণ ও কার্যাবলি নিয়ে আলোচনা করা কোন বিষয়টির অন্তর্ভুক্ত?

ক. ইতিহাস

খ. সমাজবিজ্ঞান

গ. পৌরনীতি ও নাগরিকতা

ঘ. সমাজবিজ্ঞান

৪. রাষ্ট্র প্রদত্ত নাগরিকের মর্যাদাকে কী বলা হয়?

ক. রাষ্ট্রীয় সম্মান খ. মূল্যবোধ

গ. রাষ্ট্রীয় খেতাব ঘ. নাগরিকতা

৫. পৌরনীতি কোন বিজ্ঞানের অংশ?

ক. সামাজিক বিজ্ঞান

খ. নৃবিজ্ঞান

গ. পদার্থবিজ্ঞান

ঘ. চিকিৎসাবিজ্ঞান

৬. বাংলাদেশে কত বছরের নিচের নাগরিকদের অপ্রাপ্তবয়স্ক ধরা হয়?

ক. ১৬ বছর খ. ১৭ বছর

গ. ১৮ বছর ঘ. ১৫ বছর

৭. বিষয়বস্তুর দৃষ্টিকোণ থেকে পৌরনীতিকে কয়টি অর্থে আলোচনা করা হয়?

ক. ৫টি খ. ৪টি

গ. ৩টি ঘ. ২টি

৮. পৌরনীতির মূল বিষয়বস্তু কোনটি?

ক. সাম্য খ. নাগরিক

গ. রাজনীতি ঘ. স্বাধীনতা

৯. নাগরিকের কোন বিষয়টি পৌরনীতির প্রধান আলোচ্য?

ক. স্বাস্থ্য ও শিক্ষা

খ. অধিকার ও কর্তব্য

গ. জাতীয় ও আন্তর্জাতিক বিষয়

ঘ. অতীত ও বর্তমান

১০. কোনটি স্থানীয় প্রতিষ্ঠান?

ক. আইন বিভাগ খ. শাসন বিভাগ

গ. বিচার বিভাগ ঘ. ইউনিয়ন পরিষদ

সঠিক উত্তর

অধ্যায় ১: ১.খ ২.খ ৩.গ ৪.ঘ ৫.ক ৬.গ ৭.ঘ ৮.খ ৯.খ ১০.ঘ

শামীমা ইয়াসমিন, প্রভাষক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা