এইচএসসি পরীক্ষার প্রস্তুতি–২০২১

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ২

৫৮. বাণিজ্যিকভাবে 3G চালু হয় কবে?

ক. ১৯৮৯ খ. ২০০৫

গ. ২০০১ ঘ. ১৯৯৫

৫৯. 3G-এর বিশেষ সুবিধা কোনটি?

ক. ভয়েস কল খ. মেসেজিং

গ. টেলিকনফারেন্স ঘ. ভিডিও কল

৬০. ডেটা ট্রান্সফরমারের হার 4G নেটওয়ার্কে সর্বোচ্চ কত?

ক. 10 mbps খ. 100 mbps

গ. 50 mbps ঘ. 25 mbps

৬১. চতুর্থ প্রজন্মের মোবাইল প্রযুক্তির সফল বাস্তবায়ন হলো—

i. Wi-Max ii. 3GPP LTE

iii. Wi-Fi

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬২. মোবাইল কমিউনিকেশন হলো—

i. তারবিহীন যোগাযোগব্যবস্থা

ii. শুধু কথা বলার ব্যবস্থা

iii. ফুল ডুপ্লেক্স নেটওয়ার্ক

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬৩. ব্লু-টুথের মাধ্যমে কোন নেটওয়ার্ক তৈরি হয়?

ক. PAN খ. LAN

গ. WAN ঘ. MAN

৬৪. কোন পদ্ধতি ব্যবহার করে কম্পিউটার ও স্মার্টফোনে একই সঙ্গে ইন্টারনেট সংযোগ দেওয়া যাবে?

ক. Bluetooth খ. Wi-Fi

গ. WAN ঘ. LAN

৬৫. কোনটি Network Topology?

ক. LAN খ. BUS

গ. WAN ঘ. MAN

৬৬. সর্ববৃহৎ এলাকাজুড়ে কোন নেটওয়ার্কটি তৈরি হয়?

ক. PAN খ. LAN

গ. MAN ঘ. WAN

৬৭. কয়েকটি ভিন্ন নেটওয়ার্ক যুক্ত করার জন্য ব্যবহৃত ডিভাইস কোনটি?

ক. সুইচ খ. রাউটার

গ. হাব ঘ. গেটওয়ে

৬৮. ভিন্ন ভিন্ন প্রোটোকলবিশিষ্ট নেটওয়ার্ক সংযুক্ত করতে নিচের কোন ডিভাইসটি ব্যবহার করতে হয়?

ক. Switch খ. Gateway

গ. HUB ঘ. LAN Card

সঠিক উত্তর

অধ্যায় ২: ৫৮. গ ৫৯. ঘ ৬০. খ ৬১. খ ৬২. খ ৬৩. ক ৬৪. খ ৬৫. খ ৬৬. ঘ ৬৭. খ ৬৮. খ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল


মো. ছায়েদুর রহমান
সাবেক শিক্ষক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা