এইচএসসি পরীক্ষার প্রস্তুতি–২০২১

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ২

২৩. নিচের কোনটি কো-এক্সিয়াল কেবলের তারকে ঘিরে জড়ানো থাকে?

ক. প্লাস্টিকের আবরণ

খ. নাইলন সুতার জাল

গ. প্লাস্টিক ইনসুলেশন

ঘ. ফোমের ইনসুলেশন

২৪. কোনটি কো-এক্সিয়াল কেবলের সুবিধা?

ক. টুইস্টেড পেয়ারের চেয়ে গতি কম

খ. ডেটা ট্রান্সফার রেট কম

গ. ট্রান্সমিশন লস অপেক্ষাকৃত কম

ঘ. সিগন্যাল ট্রান্সমিট অপেক্ষাকৃত কম

২৫. এসটিপি কেবলের বাইরে নিচের কোনটি থাকে?

ক. জ্যাকেট বা কেব্​ল খ. জ্যাকেট বা কেসিং

গ. কেসিং ঘ. ইউটিপি বা কেসিং

২৬. কোন কেব্​ল যোগাযোগ কেব্​ল হিসেবে ব্যবহৃত হয়?

ক. ফাইবার অপটিক

খ. টুইস্টেট পেয়ার

গ. অপটিক্যাল ফাইবার

ঘ. কো-এক্সিয়াল

২৭. বর্তমানে জোগানকৃত ইউটিপি কেবলের ডেটা ট্রান্সমিশন গতি সর্বোচ্চ কত এমবিপিএস?

ক. ১০০ খ. ৫০

গ. ৫০০ ঘ. ১০০০

২৮. কোনটি কো-এক্সিয়াল কেব্​লকে নষ্ট হওয়া থেকে রক্ষা করার জন্য ব্যবহৃত হয়?

ক. মেটালিক ফরেন

খ. প্লাস্টিকের জ্যাকেট

গ. সলিড কপার ওয়্যার

ঘ. বেইডেড ওয়্যার

২৯. যখন কপার ওয়্যারসমূহ টুইস্টেড করা হয় তখন কী ফলাফল হয়?

ক. EMI কমে খ. পরিবাহিকতা কমে

গ. রোধ কমে ঘ. তার স্থায়ী হয়

৩০. কী দিয়ে অপটিক্যাল ফাইবার কেব্​ল
তৈরি হয়?

ক. কাচ তন্তু খ. ইস্পাত

গ. কপার ঘ. ফেরাস কোর

৩১. নিচের কোনটি বর্তমানে প্রাপ্ত অপটিক্যাল ফাইবারের ডেটা পরিবহনের হারে সীমা নির্দেশক?

ক. 1 mbps-100 mbps

খ. 100 mbps-100 gbps

গ. 1 gbps-100 gbps

ঘ. 100 mbps-2 gbps

৩২. কীভাবে আন্তমহাদেশীয় অপটিক্যাল ফাইবার সারা বিশ্বে ছড়িয়ে গেছে?

ক. সমুদ্র তলদেশ দিয়ে

খ. বায়ুর মধ্যে দিয়ে

গ. মাটির নিচ দিয়ে

ঘ. ভূ-উপগ্রহের মাধ্যমে

সঠিক উত্তর

অধ্যায় ২: ২৩. গ ২৪. গ ২৫. খ ২৬. গ ২৭. ঘ ২৮. খ ২৯. ক ৩০. ক ৩১. ঘ ৩২. ক

বাকি অংশ ছাপা হবে আগামীকাল


মো. ছায়েদুর রহমান
সাবেক শিক্ষক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা