ডেটা টাইপ - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) | এইচএসসি - অধ্যায় ৫ : পাঠ ২

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মিসবাহ্ উদ্দিন, সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও আইসিটি প্রশিক্ষক। প্রথম আলো'র পড়াশোনা'র এই আয়োজনে আমি এইচএসসির আইসিটি বিষয়ের বিভিন্ন টপিকের উপর আলোচনা করব। তোমাদের কাছে কেমন লাগলো জানাতে পারো কমেন্টে

গত পর্বে আমরা আলোচনা করেছিলাম প্রোগ্রামিং ভাষা নিয়ে। সেই আলোচনার প্রেক্ষিতে তোমাদেরকে বলেছিলাম 'Wash Your Hands' নামে একটি সি প্রোগ্রাম লেখার জন্য। আশাকরি তোমরা ইতিমধ্যে করে ফেলেছো। তোমরা চাইলে অন্য যেকোনো কিছু প্রিন্ট করে দেখতে পারো।

আজকের আলোচ্য বিষয় ডাটা টাইপ এবং তাঁদের ফরম্যাট স্পেসিফায়ার।

ডাটা টাইপঃ

  1. ইন্টিজার (int)

  2. লং ইন্টিজার (long int)

  3. লং লং ইন্টিজার (long long int)

  4. ফ্লোট (float)

  5. ডাবল (double)

  6. ক্যারেকটার (char)

আশাকরি ভিডিওটি তোমাদের উপকারে আসবে