এসএসসি পরীক্ষা: ২০২১

জেনে রাখো | এসএসসি পরীক্ষা ২০২১ - বিশেষ পরামর্শ

পরীক্ষার্থীরা জেনে রাখো

বিজ্ঞান বিভাগের এসএসসি পরীক্ষার্থীদের রচনামূলক অংশের (CQ) ২০ নম্বরকে ৫০ নম্বরে ও নৈর্ব্যক্তিকের (MCQ) ১২ নম্বরকে ২৫ নম্বরে-

এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের এসএসসি পরীক্ষার্থীদের রচনামূলক অংশের (CQ) ৩০ নম্বরকে ৭০ নম্বরে ও নৈর্ব্যক্তিকের (MCQ) ১৫ নম্বরকে ৩০ নম্বরে রূপান্তর করে সংশ্লিষ্ট বিষয়সমূহের প্রাপ্ত নম্বর নির্ধারণ করা হবে।

পরীক্ষার্থীদের নির্দেশাবলি

∎ পরীক্ষা শুরুর ৩০ (ত্রিশ) মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষাকক্ষে আসন গ্রহণ করতে হবে।

∎ পরীক্ষার সময় ১ ঘণ্টা ৩০ মিনিট। MCQ এবং CQ উভয় অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।

ক. সকাল ১০টা থেকে অনুষ্ঠেয় পরীক্ষার ক্ষেত্রে

  1. সকাল ৯.৩০ মি. অলিখিত উত্তরপত্র ও বহুনির্বাচনি OMR শিট বিতরণ।

  2. সকাল ১০টা বহুনির্বাচনি প্রশ্নপত্র বিতরণ।

  3. সকাল ১০.১৫ মি বহুনির্বাচনি উত্তরপত্র (OMR শিট) সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ।

খ. দুপুর ২টা থেকে অনুষ্ঠেয় পরীক্ষার ক্ষেত্রে

  1. দুপুর ১.৩০ মি. অলিখিত উত্তরপত্র ও বহুনির্বাচনি OMR শিট বিতরণ।

  2. দুপুর ২টা বহুনির্বাচনি প্রশ্নপত্র বিতরণ।

  3. দুপুর ২.১৫ মি. বহুনির্বাচনি উত্তরপত্র (OMR শিট) সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ।

∎ পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্রের OMR ফরমে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।

∎ পরীক্ষার্থীকে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনি ও ব্যবহারিক খাতার (নোটবুক) নম্বরের অংশে পৃথকভাবে পাস করতে হবে।

∎ প্রত্যেক পরীক্ষার্থী কেবল রেজিস্ট্রেশন ও প্রবেশপত্রে বর্ণিত বিষয়/বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কোনো অবস্থাতেই ভিন্ন বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।

∎ পরীক্ষার্থীরা পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।

∎ সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) ও বহুনির্বাচনি পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই উপস্থিতিপত্র ব্যবহার করতে হবে।