পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
৪১. স্বাধীন বাংলাদেশ সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যসংখ্যা ছিল কতজন?
ক. ৪ খ. ৬
গ. ৮ ঘ. ১২
৪২. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের মূল বিষয় কী ছিল?
ক. স্বাধীনতার ঘোষণা
খ. সম্মুখযুদ্ধের নির্দেশ
গ. মুক্তি আন্দোলনের দিকনির্দেশ
ঘ. মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠন
৪৩.‘অপারেশন সার্চলাইট’ কী?
ক. যুদ্ধপ্রস্তুতি খ. আলোর সন্ধান
গ. গণহত্যা ঘ. নৌঘাঁটি আক্রমণ
৪৪. মুক্তিবাহিনীতে একক গোষ্ঠী হিসেবে কাদের সংখ্যা সবচেয়ে বেশি ছিল?
ক. শ্রমিক খ. কৃষক
গ. চাকরিজীবী ঘ. ছাত্র
৪৫.‘অপারেশন সার্চলাইট’ শুরু হয় কখন?
ক. ২৫ মার্চ রাতে খ. ২৬ মার্চ রাতে
গ. ২৭ মার্চ রাতে ঘ. ১৭ এপ্রিল রাতে
৪৬. বাংলাদেশ প্রথম কোন সংস্থার সদস্যপদ লাভ করে?
ক. জাতিসংঘ
খ. বিশ্ব স্বাস্থ্য সংস্থা
গ. ব্রিটিশ কমনওয়েলথ
ঘ. খাদ্য ও কৃষি সংস্থা
৪৭. শিল্পী জর্জ হ্যারিসন মুক্তিযুদ্ধে বিশ্বজনমত সৃষ্টি করেন কোনটির দ্বারা?
ক. কবিতা রচনা করে
খ. চলচ্চিত্র তৈরি করে
গ. গান গেয়ে
ঘ. ছবি এঁকে
৪৮. ‘অপারেশন সার্চলাইট’ – এর নীলনকশা কে তৈরি করেন?
ক. ইয়াহিয়া খান
খ. রাও ফরমান আলী
গ. খাজা নাজিমুদ্দীন
ঘ. আইয়ুব খান
৪৯. নূর হোসেন কোন গণ – আন্দোলনে শহীদ হন?
ক. ১৯৯০ – এর গণ – আন্দোলনে
খ. ১৯৬৯ – এর গণ – আন্দোলনে
গ. ১৮৫৭ – এর গণ – আন্দোলনে
ঘ. ১৯৭১ – এর গণ – আন্দোলনে
৫০. গণপরিষদে প্রথম অধিবেশন কখন অনুষ্ঠিত হয়?
ক. ১০ জানুয়ারি, ১৯৭১
খ. ১০ জানুয়ারি, ১৯৭২
গ. ২৩ মার্চ, ১৯৭২
ঘ. ১০ এপ্রিল, ১৯৭২
সঠিক উত্তর
অধ্যায় ২: ৪১.খ ৪২.গ ৪৩.গ ৪৪.ঘ ৪৫.ক ৪৬.গ ৪৭.গ ৪৮.খ ৪৯.ক ৫০.ঘ
মুহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়
এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন