এসএসসি পরীক্ষার প্রস্তুতি

এসএসসি ২০২২ - পৌরনীতি ও নাগরিকতা | অধ্যায় ৬ : বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ৬

১১. সরকারের শাসনসংক্রান্ত সব কাজ কার নামে পরিচালিত হয়?

ক. প্রধান বিচারপতি

খ. রাষ্ট্রপতি

গ. প্রধানমন্ত্রী

ঘ. স্বরাষ্ট্রমন্ত্রী

১২. জাতীয় সংসদের অধিবেশন আহ্বান ও স্থগিত করেন কে?

ক. স্পিকার খ. ডেপুটি স্পিকার

গ. প্রধানমন্ত্রী ঘ. রাষ্ট্রপতি

১৩. প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতিকে কে নিয়োগ দেন?

ক. স্পিকার

খ. রাষ্ট্রপতি

গ. মন্ত্রিসভার সদস্যরা

ঘ. প্রধান নির্বাচন কমিশনার

১৪. মন্ত্রিপরিষদের প্রধান কে?

ক. প্রধানমন্ত্রী খ. গণপূর্তমন্ত্রী

গ. স্বরাষ্ট্রমন্ত্রী ঘ. রাষ্ট্রপতি

১৫. কার সম্মতি ছাড়া কোনো আন্তর্জাতিক চুক্তি সম্পাদিত হতে পারে না?

ক. প্রধান সেনাপতি

খ. প্রধান বিচারপতি

গ. প্রধানমন্ত্রী

ঘ. স্পিকার

১৬. রাষ্ট্রের প্রধান কে?

ক. রাষ্ট্রপতি

খ. প্রধান বিচারপতি

গ. প্রধানমন্ত্রী

ঘ. স্পিকার

১৭. বাংলাদেশের আইনসভার নাম কী?

ক. বিচার বিভাগ খ. আইন বিভাগ

গ. নির্বাহী বিভাগ ঘ. জাতীয় সংসদ

১৮. বাংলাদেশ একটি—

i. গণপ্রজাতান্ত্রিক রাষ্ট্র

ii. এককেন্দ্রিক রাষ্ট্র

iii. সমাজতান্ত্রিক রাষ্ট্র

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৯. বাংলাদেশে বর্তমানে কোন পদ্ধতির সরকারব্যবস্থা চালু রয়েছে?

ক. রাষ্ট্রপতি খ. সংসদীয়

গ. মন্ত্রিশাসিত ঘ. রাজাশাসিত

২০. বাংলাদেশের সরকারপ্রধান কে?

ক. রাষ্ট্রপতি খ. প্রধানমন্ত্রী

গ. জনগণ ঘ. মন্ত্রিপরিষদ

সঠিক উত্তর

অধ্যায় ৬: ১১.খ ১২.ঘ ১৩.খ ১৪.ক ১৫.গ ১৬.ক ১৭.ঘ ১৮.ক ১৯.খ ২০.খ

শামীমা ইয়াসমিন, প্রভাষক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন | পরবর্তী বহুনির্বাচনি প্রশ্ন