এসএসসি পরীক্ষার প্রস্তুতি

এসএসসি ২০২২ - পদার্থবিজ্ঞান | অধ্যায় ৮ : বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ৮

৩১. সম্পূর্ণ ঘর আলোকিত হয় নিচের কোনটির কারণে?

ক. নিয়মিত প্রতিফলন

খ. ব্যাপ্ত প্রতিফলন

গ. প্রতিসরণ

ঘ. পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন

৩২. একটি দর্পণ থেকে 50 সেমি. দূরে বস্তু রাখলে 50 সেমি. দূরেই বাস্তব বিম্ব পাওয়া যায়। দর্পণটির ফোকাস দূরত্ব কত?

ক. 2.5m খ. 1m

গ. 0.50m ঘ. 0.25m

৩৩. অবতল দর্পণে লক্ষ্যবস্তু প্রধান ফোকাস ও মেরুর মধ্যে থাকলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে?

ক. দর্পণের সামনে খ. প্রধান ফোকাসে

গ. মেরুতে ঘ. দর্পণের পেছনে

৩৪. কোনটিতে বাস্তব প্রতিবিম্ব গঠিত হয়?

ক. অবতল লেন্স খ. অবতল দর্পণ

গ. উত্তল দর্পণ ঘ. সমতল দর্পণ

৩৫. কোনটিতে উত্তল দর্পণ ব্যবহার করা হয়?

ক. টর্চলাইটে খ. রাডারে

গ. গাড়িতে ঘ. সৌরচুল্লিতে

৩৬. সমতল দর্পণে কোন ধরনের প্রতিবিম্ব গঠিত হয়?

ক. বাস্তব ও সোজা

খ. বাস্তব ও বিবর্ধিত

গ. অবাস্তব ও সোজা

ঘ. অবাস্তব ও বিবর্ধিত

৩৭. পাহাড়ি রাস্তার বাঁকে নিচের কোনটি ব্যবহার করা হয়?

ক. সমতল দর্পণ খ. অবতল দর্পণ

গ. অবতল লেন্স ঘ. উত্তল লেন্স

৩৮. গোলীয় দর্পণের গৌণ অক্ষ কয়টি?

ক. ১ খ. ২

গ. ৩ ঘ. অসংখ্য

৩৯. একটি দর্পণে অসদ বিম্ব গঠিত হলে দর্পণটি হচ্ছে—

i. সমতল

ii. অবতল

iii. উত্তল

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ৮: ৩১.খ ৩২.ঘ ৩৩.ঘ ৩৪.খ ৩৫.গ ৩৬.গ ৩৭.ক ৩৮.ঘ ৩৯.ঘ

রমজান মাহমুদ, সিনিয়র শিক্ষক, গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা

এইই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি অংশ