এসএসসি পরীক্ষার প্রস্তুতি

এসএসসি ২০২২ - পদার্থবিজ্ঞান | অধ্যায় ১১ : বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ১১

৩১. নিচের কোনটি অর্ধপরিবাহী?

ক. কার্বন খ. বোরন

গ. জার্মেনিয়াম ঘ. অ্যালুমিনিয়াম

৩২. রিওস্ট্যাট কী?

ক. ফিউজ খ. সার্কিট ব্রেকার

গ. অন্তরক ঘ. পরিবর্তিত রোধক

৩৩. বাসাবাড়ির কোনো নির্দিষ্ট অংশের তড়িৎ সরবরাহ বন্ধ করতে নিচের কোনটি ব্যবহৃত হয়?

ক. সুইচ খ. ভূসংযোগ তার

গ. ফিউজ ঘ. সার্কিট ব্রেকার

৩৪. নিচের কোনটি অন্তরক?

ক. মাটি খ. লোহা

গ. মানবদেহ ঘ. কাচ

৩৫. নিচের কোনটির আপেক্ষিক রোধের মান সবচেয়ে কম?

ক. তামা খ. নাইক্রোম

গ. রুপা ঘ. টাংস্টেন

৩৬. বৈদ্যুতিক হিটারে কোন তার ব্যবহার করা হয়?

ক. লোহা খ. তামা

গ. নাইক্রোম ঘ. অ্যালুমিনিয়াম

৩৭. তারের ব্যাসার্ধ কত গুণ হলে রোধ চার গুণ হবে?

ক. চার গুণ খ. দ্বিগুণ

গ. অর্ধেক ঘ. এক–চতুর্থাংশ

৩৮. দুটি বিচ্ছিন্ন আহিত পরিবাহীকে যুক্ত করলে কী সৃষ্টি হয়?

ক. তাপ খ. চাপ

গ. স্থির তড়িৎ ঘ. চল তড়িৎ

৩৯. আপেক্ষিক রোধ কোন পদার্থের সবচেয়ে বেশি?

ক. বাতাস খ. রুপা

গ. তামা ঘ. গ্রাফাইট

৪০. নিচের কোনটির রোধকত্ব কম?

ক. রুপা খ. নাইক্রোম তার

গ. তামা ঘ. টাংস্টেন

সঠিক উত্তর

অধ্যায় ১১: ৩১.গ ৩২.ঘ ৩৩.ক ৩৪.ঘ ৩৫.গ ৩৬.গ ৩৭.গ ৩৮.ঘ ৩৯.ক ৪০.ক

রমজান মাহমুদ, সিনিয়র শিক্ষক, গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা

এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন