পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
৫১. আইবিএম কোম্পানির তৈরি প্রথম কম্পিউটারের নাম কী?
ক. মাইক্রো খ. মিনিফ্রেম
গ. মেইনফ্রেম ঘ. ম্যাক্রো
৫২. বিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল—
i. প্রোগ্রামিং ধারণার প্রবর্তক
ii. তড়িৎ চৌম্বকীয় বলের ধারণা দেন
iii. বিনা তারে তথ্য পাঠানোর সম্ভাবনা তুলে ধরেন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫৩. কোন দশকে ইন্টারনেট প্রটোকলের ব্যবহার শুরু হয়?
ক. পঞ্চাশের দশকে
খ. ষাট-সত্তরের দশকে
গ. ষাট-আশির দশকে
ঘ. একুশ শতকে
৫৪. বিশ্বের প্রথম নেটওয়ার্কের নাম কী?
ক. আরপানেট খ. টপোলজি
গ. প্রটোকল ঘ. ইন্টারনেট
৫৫. নেটওয়ার্ক কী?
ক. কম্পিউটারগুলোর মধ্যে আন্তঃসংযোগ
খ. ইন্টারনেটের নাম
গ. একাধিক প্রটোকল
ঘ. প্রোগ্রাম
৫৬. আরপানেট কী?
ক. একটি নেটওয়ার্কের নাম
খ. মাইক্রোপ্রসেসর
গ. প্রোগ্রাম
ঘ. ইন্টারনেট
৫৭. একজন যতক্ষণ পর্যন্ত প্রযুক্তি ব্যবহারে অভ্যস্ত না হবে, ততক্ষণ পর্যন্ত—
i. তথ্য বিশ্লেষণ করতে পারবে না
ii. নতুন তথ্য সৃষ্টি করতে পারবে না
iii. তথ্য সংগ্রহ করতে পারবে না
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫৮. রেমন্ড স্যামুয়েল টমলিনসন কে ছিলেন?
ক. গণিতবিদ খ. চিকিৎসক
গ. প্রোগ্রামার ঘ. বিজ্ঞানী
৫৯. প্রথম ই-মেইল সিস্টেম চালু করেন কে?
ক. জেমস ক্লার্ক
খ. অ্যাডা লাভলেস
গ. মার্ক জাকারবার্গ
ঘ. রেমন্ড স্যামুয়েল টমলিনসন
৬০. তথ্যপ্রযুক্তির বিকাশে ভূমিকা রেখেছেন—
i. চার্লস ব্যাবেজ
ii. লর্ড বায়রন
iii. অ্যাডা লাভলেস
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ১: ৫১.গ ৫২.গ ৫৩.খ ৫৪.ক ৫৫.ক ৫৬.ক ৫৭.ঘ ৫৮.গ ৫৯.ঘ ৬০.খ
প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন