পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

এসএসসি ২০২২ - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ১

১. একুশ শতকের সম্পদ কী?

ক. কৃষি খ. অর্থ

গ. জ্ঞান ঘ. শিল্প-বাণিজ্য

২. পৃথিবীর সম্পদ কোনটি?

ক. রোবট

খ. জ্ঞান

গ. সাধারণ মানুষ

ঘ. খনিজ সম্পদ

৩. মানুষ পৃথিবীর সম্পদ, মানুষই পারে—

i. জ্ঞান সৃষ্টি করতে

ii. জ্ঞান ধারণ করতে

iii. জ্ঞান ব্যবহার করতে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪. একুশ শতকের পরিবর্তনের ধারা সূচিত হয়েছে কোনটির কারণে?

ক. Internet

খ. E-mail

গ. Internationalization

ঘ. Facebook

৫. Globalization এবং Internationalization বিষয় দুটির ত্বরান্বিত হওয়ার কারণ কী?

ক. তথ্য ও যোগাযোগপ্রযুক্তি

খ. ইন্টারনেট

গ. জ্ঞানভিত্তিক অর্থনীতি

ঘ. গ্লোবাল ভিলেজ

৬. তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিকাশের ফলাফল—

i. Green House Effect

ii. Globalization

iii. Internationalization

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৯১ ও ৯২ নম্বর প্রশ্নের উত্তর দাও

হাবিব স্যার ক্লাসে পড়ানোর সময় একুশ শতাব্দীর আলোচিত দুটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি আলোকপাত করছিলেন।

৭. হাবিব স্যারের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?

ক. জ্ঞান

খ. তথ্য ও যোগাযোগপ্রযুক্তি

গ. অর্থ

ঘ. সৃজনশীলতা

৮. হাবীব স্যার যে বিষয়ের প্রতি আলোকপাত করছিলেন—

i. Information Technology

ii. Globalization

iii. Internationalization

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৯. প্রকৃতির ওপর মানুষের নির্ভরশীলতা কমে যাওয়ার পেছনে কারণ কী?

ক. অর্থের ব্যবহার

খ. যন্ত্রের আবিষ্কার ও ব্যবহার

গ. ইন্টারনেট

ঘ. তথ্যের ক্রমবিকাশ

১০. একুশ শতাব্দীতে কোন ধরনের অর্থনীতির সূচনা হয়েছে?

ক. অর্থ-সম্পদভিত্তিক

খ. বাজেটভিত্তিক

গ. জ্ঞানভিত্তিক

ঘ. তথ্যভিত্তিক

সঠিক উত্তর

অধ্যায় ১: ১.গ ২.গ ৩.ঘ ৪.গ ৫.ক ৬.গ ৭.খ ৮.গ ৯.খ ১০.গ

প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

পূর্বের দিনের পড়া