পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
৪১. ‘আয়ু যেন শৈবালের নীর’ — এর দ্বারা কী বোঝানো হয়েছে?
ক. জীবন কুসুমাস্তীর্ণ নয়
খ. এ জীবন ক্ষণস্থায়ী
গ. আয়ু ক্রমান্বয়ে ফুরিয়ে যায়
ঘ. জীবন অবিনশ্বর নয়
৪২. ‘জীবন–সংগীত’ কবিতার মূল প্রতিপাদ্য বিষয় কোনটি?
ক. জীবন ও প্রকৃতি খ. প্রকৃতির সৌন্দর্য
গ. জীবনের তাৎপর্য ঘ. সন্ন্যাসজীবন
৪৩. কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কিসে মুক্তি নেই বলেছেন?
ক. সংসারে খ. বৈরাগ্যে
গ. সংগ্রামে ঘ. পরিবারে
৪৪. ‘কীর্তিমানের মৃত্যু নাই’— এ উক্তির ভাবসত্যের সঙ্গে মিল আছে কোন কবিতায়?
ক. আশা খ. রানার
গ. মানুষ ঘ. জীবন–সংগীত
৪৫. ‘জীবন–সংগীত’ কবিতায় কবি মানবগণকে বারণ করেছেন —
i. ভয়ে ভীত হতে
ii. সুখের আশা করতে
iii. বৃথা জীবন ক্ষয় করতে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৬. ‘জীবন–সংগীত’ কবিতার প্রতিপাদ্য বিষয় হলো —
i. জীবনের স্বরূপ অনুধাবন
ii. সংসারের স্বরূপ অনুধাবন
iii. কর্তব্যে অবিচল থাকা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৭. ‘জীবন–সংগীত’ কবিতায় কবি মানবজীবনকে বৃথা বলতে চাননি। কারণ —
i. মানবজীবন সাফল্যে পরিপূর্ণ
ii. মানবজীবন তাৎপর্যময়
iii. মানুষের অনেক দায়িত্ব রয়েছে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৮. কবি কেন মানুষের জীবনকে বৃথা বলতে চাননি?
i. মানবজীবন মূল্যবান বলে
ii. বৈরাগ্যে মুক্তি নেই বলে
iii. জীবন শিশিরবিন্দুর মতো ক্ষণস্থায়ী বলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৯. কবির মতে, মানুষ কীভাবে অমর হবে?
ক. মহৎ কর্ম করে খ. যুদ্ধ জয় করে
গ. সংসারধর্ম পালন করে ঘ. ক্রন্দন না করে
৫০. কবির মতে, নিচের কোনটি অত্যন্ত মূল্যবান?
ক. মানবজনম খ. কর্ম
গ. সাধনা ঘ. ধ্যান
সঠিক উত্তর
জীবন–সংগীত: ৪১.খ ৪২.গ ৪৩.খ ৪৪.ঘ ৪৫.ঘ ৪৬.ঘ ৪৭.খ ৪৮.ক ৪৯.ক ৫০.ক
মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা