পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
১১. কোন বিষয়টিকে মানুষ কখনোই নিয়ন্ত্রণ করতে পারে না?
ক. জীবন খ. সংসার
গ. কর্ম ঘ. সময়
১২. ‘করো না সুখের আশ, পরো না দুখের ফাঁস’—এখানে ‘সুখের আশ’ বলতে কী বোঝানো হয়েছে?
ক. অধিকার খ. লোভ
গ. মোহ ঘ. হতাশা
১৩. সহায়–সম্পদ সবকিছু কোনটি ঘুচিয়ে দেয়?
ক. মহিমা খ. কাল
গ. মানুষ ঘ. পরিবার
১৪. ‘জীবন–সংগীত’ কবিতায় মানুষের জীবনকালকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে?
ক. নিশার স্বপন খ. শৈবালের নীর
গ. সুতা কাটা ঘুড়ি ঘ. ভোরের শিশির
১৫. কবি হেমচন্দ্র মানুষের জীবনকে কিসের সঙ্গে তুলনা করেছেন?
ক. কুসুম কানন খ. সমরাঙ্গন
গ. পুষ্পশয্যা ঘ. স্রোতস্বিনী
১৬. কবি সংসারকে কী বলে আখ্যায়িত করেছেন?
ক. নিশার স্বপন খ. মহিমাময়
গ. সমরাঙ্গন ঘ. দুর্লভ
১৭. ‘জীবন–সংগীত’ কবিতায় কোনটিকে দুর্লভ বলা হয়েছে?
ক. সম্পদ খ. সুস্বাস্থ্য
গ. মহিমা ঘ. শিক্ষা
১৮. কবি সুখের আশায় কী পরতে নিষেধ করেছেন?
ক. দামি পোশাক খ. দুখের ফাঁস
গ. সংসারী সাজ ঘ. যুদ্ধের পোশাক
১৯. ভবের উন্নতি করার জন্য অপরিহার্য কোনটি?
ক. সংসারের বৈরাগী সাজ ধারণ করা
খ. নিত্য নিজ কাজ করা
গ. সুখের আশা করা
ঘ. যুদ্ধ করা
২০. ‘জীবাত্মা’ শব্দটির অর্থ কী?
ক. আত্মার জীবন খ. মানুষের আত্মা
গ. জীব ও আত্মা ঘ. পরম আত্মা
সঠিক উত্তর
জীবন–সংগীত: ১১.ঘ ১২.গ ১৩.খ ১৪.খ ১৫.খ ১৬.গ ১৭.গ ১৮.খ ১৯.খ ২০.খ
মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা