পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
৩১. অপুর কাঠের ঘোড়াটি কেমন অবস্থায় ছিল?
ক. রং ওঠা
খ. চকচকে
গ. হাতল জোড়া লাগানো
ঘ. ভাঙা হাতল
৩২. ‘আম-আঁটির ভেঁপু’ গল্পে কোন পূজার উল্লেখ আছে?
ক. দুর্গাপূজা খ. লক্ষ্মীপূজা
গ. কালীপূজা ঘ. মনসাপূজা
৩৩. অপুর মহামূল্যবান সম্পত্তি কোনটি?
ক. কাঠের ঘোড়া খ. বেতফল
গ. টিনের বাঁশি ঘ. খাপরা
৩৪. অপু মনে মনে কোন খেলার কল্পনা করছিল?
ক. ডাংগুলি খ. গঙ্গা-যমুনা
গ. চোর-পুলিশ ঘ. কাবাডি
৩৫. অপু চোখ বুজে গঙ্গা-যমুনার ঘর কল্পনা করেছিল কেন?
ক. খাপরাগুলো নাড়াচাড়া করছিল বলে
খ. কল্পনা করতে পছন্দ করে বলে
গ. গঙ্গা-যমুনা অপুর প্রিয় খেলা বলে
ঘ. দুর্গার সঙ্গে গঙ্গা-যমুনা খেলবে বলে
৩৬. অপুর দিদির নাম কী?
ক. উমা খ. পার্বতী
গ. ঊষা ঘ. দুর্গা
৩৭. ‘তাহার স্বর একটু সতর্কতামিশ্রিত।’ ‘আম-আঁটির ভেঁপু’ গল্পে কার কথা বলা হয়েছে?
ক. হরিহর খ. দুর্গা
গ. অপু ঘ. সর্বজয়া
৩৮. অপু লক্ষ্মীর চুপড়ির কড়িগুলো কীভাবে লুকিয়ে ফেলল?
ক. সিঁদেল চোরের মতো
খ. কলের পুতুলের মতো
গ. সুবোধ বালকের মতো
ঘ. ধূর্ত শিয়ালের মতো
৩৯. ‘তুই অতগুলো খাবি দিদি?’ — এ উক্তির মধ্য দিয়ে অপু কী বোঝাতে চেয়েছে?
ক. দুর্গা অনেক বেশি খাচ্ছে
খ. দুর্গা তাকে কম দিয়েছে
গ. অপুর মনে খাবার ইচ্ছা তীব্র
ঘ. অপু নিজেকে বঞ্চিত ভেবেছে
৪০. অপুর নির্বুদ্ধিতার প্রমাণ পাওয়া গেল কোন ঘটনায়?
ক. মাকে আমের কথা বলে দেওয়ায়
খ. মাকে ক্ষুধার কথা বলে দেওয়ায়
গ. দিদির কথা মন দিয়ে না শোনায়
ঘ. বাবা বাড়িতে এলে ঘুমিয়ে পড়ায়
সঠিক উত্তর
আম–আঁটিঁর ভেঁপু: ৩১.ক ৩২.গ ৩৩.ঘ ৩৪.খ ৩৫.ক ৩৬.ঘ ৩৭.খ ৩৮.খ ৩৯.খ ৪০.ক
মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন