পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
১১. তাম্রশাসন বলার কারণ ছিল —
i. তামার ব্যবহার চালু করার জন্য
ii. তামার মুদ্রা চালু করার জন্য
iii. তামার পাতে খোদাই করে বিভিন্ন ঘোষণা দেওয়ার জন্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২. বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস কোন ইতিহাসের অন্তর্ভুক্ত হবে?
ক. স্থানীয় ইতিহাস
খ. আঞ্চলিক ইতিহাস
গ. জাতীয় ইতিহাস
ঘ. আন্তর্জাতিক ইতিহাস
১৩. ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য কী?
ক. গবেষণা
খ. শুধু অতীতের ঘটনাবলি
গ. যুদ্ধের বর্ণনা
ঘ. অতীত সংরক্ষণ
১৪. ইতিহাসের বিস্তৃতির প্রকৃতি কীরূপ?
ক. স্থিতিশীল
খ. প্রাণহীন
গ. অপরিবর্তনীয়
ঘ. সম্প্রসারণশীল
নিচের উদ্দীপকটি পড়ে ১৫ ও ১৬ নম্বর প্রশ্নের উত্তর দাও
শাহেদ তার চাচার সঙ্গে লালবাগের কেল্লা দেখতে যায়। সেখানে তারা মোগল সম্রাটদের পোশাক, অস্ত্র, মুদ্রা, নথিপত্র, সাহিত্য, জীবনী ইত্যাদি দেখতে পায়।
১৫. শাহেদের দেখা মুদ্রা ইতিহাসের কোন ধরনের উপাদান?
ক. জাতীয় খ. লিখিত
গ. অলিখিত ঘ. ব্যক্তিগত
১৬. শাহেদের দেখা কোন উপাদান মহাফেজখানায় সংরক্ষণ করা হয়?
ক. মুদ্রা ও জীবনী
খ. পোশাক ও অস্ত্র
গ. নথিপত্র
ঘ. অস্ত্র ও মুদ্রা
১৭. কোন শাস্ত্র ঐতিহ্যকে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের কাছে পৌঁছে দেয়?
ক. দর্শন খ. মনোবিজ্ঞান
গ. ইতিহাস ঘ. যুক্তিবিদ্যা
১৮. একই ইতিহাসের বর্ণনা, ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হয়। কারণ প্রতিটি মানুষের —
i. পর্যবেক্ষণের ক্ষমতা ভিন্ন
ii. দৃষ্টিভঙ্গি ভিন্ন
iii. গঠনগত দিক ভিন্ন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৯. ইতিহাসের পরিসর সম্প্রসারিত হচ্ছে —
i. মানুষের চিন্তাভাবনার পরিবর্তনের ফলে
ii. মানুষের ধর্মীয় সচেতনতার ফলে
iii. মানুষের কর্মধারার পরিবর্তনের ফলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২০. কিসের জ্ঞান মানুষকে সচেতন করে তোলে?
ক. মনোবিজ্ঞান খ. পদার্থবিজ্ঞান
গ. ইতিহাস ঘ. নৃবিজ্ঞান
সঠিক উত্তর
অধ্যায় ১: ১১.খ ১২.গ ১৩.ঘ ১৪.ঘ ১৫.গ ১৬.ঘ ১৭.গ ১৮.ক ১৯.খ ২০.গ
কাজী মনজুরুল ইসলাম, শিক্ষক, উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা