পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
৮১. ক্লোরোফিলের প্রধান উপকরণ কী?
ক. নাট্রোজেন ও মিথেন
খ. মিথেন ও ম্যাগনেশিয়াম
গ. মিথেন ও সালফার
ঘ. নাইট্রোজেন ও ম্যাগনেশিয়াম
৮২. কোন ধরনের পাতায় সবচেয়ে বেশি সালোকসংশ্লেষণ ঘটে?
ক. শুকনা পাতা
খ. একেবারে কচি পাতা
গ. মধ্যবয়সী পাতা
ঘ. একেবারে বয়স্ক পাতা
৮৩. গ্লাইকোলাইসিসে নিট উৎপাদন —
i. 6 অণু ATP
ii. 2 অণু ATP
iii. 2 অণু পাইরুভিক অ্যাসিড
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৮৪. সাধারণ তাপমাত্রায় জীবদেহে দৈনিক কত ঘণ্টা শ্বসন প্রক্রিয়া ঘটে?
ক. ১২ খ. ১৬
গ. ২০ ঘ. ২৪
৮৫. গ্লুকোজ + অক্সিজেন — কার্বন ডাই-অক্সাইড +A +শক্তি। বিক্রিয়াটির এ স্থানে কী উৎপন্ন হয়?
ক. হাইড্রোজেন খ. এনজাইম
গ. পানি ঘ. ATP
৮৬. সবাত শ্বসনে সর্বমোট কতটি এটিপি উৎপন্ন হয়?
ক. ১৪টি খ. ১৬টি
গ. ১৮টি ঘ. ৩৮টি
৮৭. সবাত শ্বসন কয়টি ধাপে সম্পন্ন হয়?
ক. ২ খ. ৪
গ. ৬ ঘ. ৮
৮৮. ক্রেবস চক্র কোথায় সংঘটিত হয়?
ক. সাইটোপ্লাজমে খ. নিউক্লিয়াসে
গ. বাইবোজোমে ঘ. মাইটোকন্ড্রিয়ায়
৮৯. শ্বসন ক্রিয়ায় উৎপন্ন হয় —
i. পানি
ii. 38 ATP
iii. গ্লুকোজ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৯০. শ্বসনের অভ্যন্তরীণ প্রভাবক কোনটি?
ক. অজৈব লবণ
খ. পানি
গ. কার্বন ডাই–অক্সাইড
ঘ. অক্সিজেন
সঠিক উত্তর
অধ্যায় ৪: ৮১.ঘ ৮২.গ ৮৩.ক ৮৪.ঘ ৮৫.গ ৮৬.ঘ ৮৭.খ ৮৮.ঘ ৮৯.ক ৯০.ক
মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা