পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
৭১. নিচের কোনটিকে জৈব মুদ্রা বলা হয়?
ক. ATP খ. GTP
গ. NAD ঘ. NADP
৭২. ফটোলাইসিস প্রক্রিয়ায় উৎপন্ন হয় —
i. অক্সিজেন
ii. হাইড্রোজেন
iii. ইলেকট্রন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i ও ii iii
৭৩. সবুজ উদ্ভিদ কী জাতীয় খাদ্য প্রস্তুত করে?
ক. আমিষ খ. স্নেহ
গ. শর্করা ঘ. ভিটামিন
৭৪. সালোকসংশ্লেষণের জন্য প্রয়োজনীয় উপকরণ কয়টি?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
৭৫. ATP এবং NADPH+H+ - কে কী বলা হয়?
ক. আত্তীকরণ শক্তি
খ. শক্তি মুদ্রা
গ. রূপান্তরিত শক্তি
ঘ. বিকেন্দ্রীকরণ শক্তি
৭৬. সবুজ উদ্ভিদের CO2 বিজারণের কয়টি গতিপথ শনাক্ত করা হয়েছে?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
৭৭. কোনটি ভেঙে 3PGA উৎপন্ন হয়?
ক. হাইড্রোজেন খ. কিটো অ্যাসিড
গ. পানি ঘ. ATP
৭৮. সালোকসংশ্লেষণ প্রক্রিয়াটি —
i. একটি সরল প্রক্রিয়া
ii. একটি জটিল প্রক্রিয়া
iii. একটি দীর্ঘ প্রক্রিয়া
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭৯. কোনটির প্রভাবে পত্ররন্ধ্র উন্মুক্ত হয়?
ক. বায়ু খ. পানি
গ. সূর্যালোক ঘ. তাপমাত্রা
৮০. কত তরঙ্গ দৈর্ঘ্যবিশিষ্ট আলোতে সালোকসংশ্লেষণ সবচেয়ে ভালো হয়?
ক. ৯৮০ এনএম খ. ৮৬০ এনএম
গ. ৭৮০ এনএম ঘ. ৬৮০ এনএম
সঠিক উত্তর
অধ্যায় ৪: ৭১.ক ৭২.ঘ ৭৩.গ ৭৪.গ ৭৫.ক ৭৬.খ ৭৭.খ ৭৮.গ ৭৯.গ ৮০.ঘ
মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
◀ বহুনির্বাচনি প্রশ্ন (৬১-৭০) | বহুনির্বাচনি প্রশ্ন (৮১-৯০) ▶