পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
৫১. সজীব কোষের শোসন প্রক্রিয়া সম্পন্ন হয় —
i. সাইটোপ্লাজমে
ii. নিউক্লিয়াসে
iii. মাইটোকন্ড্রিয়ায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের চিত্রটির আলোকে ৫২ ও ৫৩ নম্বর প্রশ্নের উত্তর দাও
৫২. চিত্রের পরিবেশে জীবগুলো অনেক দিন বেঁচে থাকার জন্য কোন জিনিসটির অব্যাহতভাবে সরবরাহ প্রয়োজন?
ক. আলো
খ. পানি
গ. অক্সিজেন
ঘ. কার্বন ডাই–অক্সাইড
৫৩. বোতলের ভেতরের পরিবেশে নির্গত হচ্ছে —
i. শামুক থেকে কার্বন ডাই–অক্সাইড
ii. জলজ উদ্ভিদ থেকে অক্সিজেন
iii. পানি থেকে অক্সিজেন ও কার্বন ডাই – অক্সাইড
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫৪. সবাত শ্বসনে কোন অ্যাসিড জারিত হয়ে কার্বন ডাই–অক্সাইড ও পানি উৎপন্ন করে?
ক. পাইরুভিক অ্যাসিড
খ. অ্যাসিটিক অ্যাসিড
গ. অক্সালিক অ্যাসিড
ঘ. সালফিউরিক অ্যাসিড
৫৫. বাতাসে কিসের ঘনত্ব বেড়ে গেলে শ্বসনের হার কমে যায়?
ক. অক্সিজেন
খ. কার্বন ডাই–অক্সাইড
গ. সালফার
ঘ. মিথেন
৫৬. ভাজক কোষে নিচের কোনটি বেশি থাকে?
ক. নিউক্লিয়াস
খ. প্রোটোপ্লাজম
গ. গ্লাইকোলাইসিস
ঘ. মাইটোকন্ড্রিয়া
৫৭. কোন অ্যাসিড ফার্মেন্টেশনের মাধ্যমে দই ও পনির উৎপাদিত হয়?
ক. ল্যাকটিক অ্যাসিড
খ. ইথানল
গ. অক্সালিক অ্যাসিড
ঘ. সালফিউরিক অ্যাসিড
৫৮. ইলেকট্রন প্রবাহতন্ত্র কোথায় সংঘটিত হয়?
ক. নিউক্লিয়াসে খ. মাইটোকন্ড্রিয়ায়
গ. প্রোটোপ্লাজমে ঘ. সজীব কোষে
৫৯. শ্বসনের গ্লাইক্লোলাইসিস প্রক্রিয়ায় কত অণু ATP তৈরি হয়?
ক. ৪ খ. ৬
গ. ৮ ঘ. ১৮
৬০. সবাত ও অবাত উভয় প্রকার শ্বসনেরই প্রথম পর্যায় নিচের কোনটি?
ক. গ্লাইকোলাইসিস
খ. পাইরুভিক অ্যাসিড
গ. প্রোটোপ্লাজম
ঘ. সাইটিক অ্যাসিড
সঠিক উত্তর
অধ্যায় ৪: ৫১.খ ৫২.গ ৫৩.ক ৫৪.ক ৫৫.খ ৫৬.খ ৫৭.ক ৫৮.খ ৫৯.ক ৬০.ক
মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
◀ বহুনির্বাচনি প্রশ্ন (৪১-৫০) | বহুনির্বাচনি প্রশ্ন (৬১-৭০) ▶