৪১. ‘T’ ছকের খতিয়ানের বাঁ পাশকে কী বলা হয়?
ক. ডেবিট দিক খ. ক্রেডিট দিক
গ. প্রারম্ভিক দিক ঘ. সমাপনী দিক
৪২. বাকিতে পণ্য ক্রয়–বিক্রয়ের জন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে এ খতিয়ান খাত সংরক্ষণ করতে হয়। এখানে কোন খতিয়ান খাতের ইঙ্গিত দেওয়া হয়েছে?
ক. ব্যক্তিবাচক খ. নামিক
গ. ব্যক্তিগত ঘ. অব্যক্তিবাচক
৪৩. ব্যক্তিবাচক হিসাবের ডেবিট ব্যালেন্স দ্বারা কী বোঝায়?
ক. সম্পত্তির মোট পরিমাণ
খ. কারবারের মোট ঋণের পরিমাণ
গ. ব্যক্তির কাছে ব্যবসায়ের পাওনা
ঘ. আয়–ব্যয়ের মোট ব্যবধান
৪৪. সম্পত্তিবাচক হিসাব খাত সর্বাবস্থায় কোন উদ্ধৃত্ত প্রকাশ করে?
ক. প্রারম্ভিক উদ্ধৃত্ত
খ. ডেবিট উদ্ধৃত্ত
গ. ক্রেডিট উদ্ধৃত্ত
ঘ. সমাপনী উদ্ধৃত্ত
৪৫. সম্পত্তিবাচক হিসাবে কখন ক্রেডিট ব্যালেন্স হতে পারে?
ক. প্রতিষ্ঠানে আয় জাতীয় হিসাব থাকলে
খ. কারবারের দায় বৃদ্ধি পেলে
গ. প্রতিষ্ঠানে দেনার পরিমাণ বেশি হলে
ঘ. কোনোটি নয়
৪৬. হিসাবের সমাপনী জের একই খতিয়ানের পরের পৃষ্ঠায় স্থানান্তরিত করতে কোন শব্দটি ব্যবহৃত হয়?
ক. Brought Down
খ. Carried Down
গ. Carried Over (c/o)
ঘ. Carried Forward (c/f)
৪৭. ধরো, তুমি হিসাবের সমাপনী জের একই খতিয়ানের সামনের পৃষ্ঠায় নিতে চাও। এ ক্ষেত্রে তোমাকে খতিয়ান হিসাবের কোন সংকেতটি ব্যবহার করতে হবে?
ক. c/o খ. b/f
গ. c/f ঘ. b/d
৪৮. ‘T’ ছক অনুসারে খতিয়ানের কাঠামোকে কয়টি সমান ভাগে বিভক্ত করা হয়?
ক. দুটি খ. চারটি
গ. পাঁচটি ঘ. ছয়টি
৪৯. লোপা নগদান হিসাবের প্রারম্ভিক জের খতিয়ানের একই পৃষ্ঠার ওপর থেকে আনে। এ লেনদেনের হিসাবভুক্তিতে লোপা খতিয়ানের কোন শব্দটি ব্যবহার করে?
ক. Brought Over (b/o)
খ. Brought Down (b/d)
গ. Brought Forward
ঘ. Carried Down (c/d)
৫০. চলমান জের ছকের ক্ষেত্রে মোট ঘরের সংখ্যা কয়টি?
ক. ৪টি খ. ৫টি
গ. ৬টি ঘ. ৭টি
সঠিক উত্তর
অধ্যায় ২: ৪১.ক ৪২.ক ৪৩.খ ৪৪.খ ৪৫.ঘ ৪৬.গ ৪৭.গ ৪৮.ক ৪৯.খ ৫০.ঘ
মুহাম্মদ আলী, সিনিয়র শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা
এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি অংশ | পরবর্তী বহুনির্বাচনি প্রশ্ন