৬১. ভিন্ন ভিন্ন শিরোনামে স্থায়ীভাবে হিসাব খুলতে হয় কোথায়?
ক. রেওয়ামিলে খ. নগদান বইয়ে
গ. খতিয়ানে ঘ. জাবেদায়
৬২. খতিয়ানের মাধ্যমে হিসাবের—
ক. উদ্ধৃত্ত যাচাই করা হয়
খ. উদ্ধৃত্ত নির্ণয় করা হয়
গ. গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয়
ঘ. হিসাব মেলানো হয়
৬৩. নিচের কোনটি দ্বারা ব্যবসায় প্রতিষ্ঠানে সংঘটিত লেনদেনগুলোর সামগ্রিক ফলাফল জানা যায়?
ক. জাবেদার মাধ্যমে
খ. নগদান বইয়ের মাধ্যমে
গ. রেওয়ামিলের মাধ্যমে
ঘ. খতিয়ানের মাধ্যমে
৬৪. সম্পত্তিজাতীয় ও নামিক হিসাব সর্বদা নির্দেশ করে—
ক. ক্রেডিট জের
খ. ডেবিট জের
গ. ডেবিট বা ক্রেডিট জের
ঘ. কোনোটিই নয়
৬৫. মীম খতিয়ানে লেনদেনগুলোকে শ্রেণিবিন্যাস করেন। লেনদেনকে শ্রেণিবিন্যাস করা হয়—
ক. প্রকৃতি অনুযায়ী
খ. বৈশিষ্ট্য অনুযায়ী
গ. সুবিধা অনুযায়ী
ঘ. উপাদান অনুযায়ী
৬৬. জনাব আমীর একজন ব্যবসায়ী। তিনি প্রতি মাসেই তার ব্যবসায় সংঘটিত লেনদেনগুলোর ফলাফল জানতে চান। নিচের কোনটির মাধ্যমে তিনি তাঁর তথ্য জানতে পারবেন?
ক. জাবেদার মাধ্যমে
খ. নগদান বইয়ের মাধ্যমে
গ. রেওয়ামিলের মাধ্যমে
ঘ. খতিয়ানের মাধ্যমে
৬৭. জনাব হামিদুর একজন ব্যবসায়ী। তিনি প্রতি মাসে লেনদেনগুলো খতিয়ানে স্থানান্তর করেন। ফেব্রুয়ারি ২০২১ সালে তিনি দেখলেন যে ব্যক্তিবাচক হিসাবে ডেবিট ব্যালেন্স হলো। এ থেকে তিনি কী জানতে পারবেন?
ক. পাওনাদারের পরিমাণ
খ. দেনাদারের পরিমাণ
গ. বিক্রয়ের পরিমাণ
ঘ. পাওনাদারের নিকট কারবারের দায়
৬৮. প্রিয়া নির্দিষ্ট সময় শেষে খতিয়ান থেকে আর্থিক ফলাফল জানতে চায়। এ জন্য তাকে যেটি করতে হবে—
ক. জের নির্ণয় খ. সমাপ্তি করা
গ. সমতাকরণ ঘ. হ্রাসকরণ
৬৯. লেনদেনগুলো জাবেদাভুক্ত হয় হিসাবরক্ষণের কোন নিয়মানুযায়ী?
ক. নিত্য মজুত
খ. কালান্তিক মজুত
গ. স্বাভাবিক
ঘ. অস্বাভাবিক
৭০. আলগা পাতা খতিয়ানের অসুবিধা কোনটি?
ক. একক মলাট ব্যবহার
খ. পৃথক মলাট ব্যবহার
গ. সহজসাধ্য নয়
ঘ. অগোছালো
সঠিক উত্তর
অধ্যায় ২: ৬১.গ ৬২.খ ৬৩.ঘ ৬৪.খ ৬৫.ক ৬৬.ঘ ৬৭.খ ৬৮.ক ৬৯.গ ৭০.খ
মুহাম্মদ আলী, সিনিয়র শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা
এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন | পরবর্তী বহুনির্বাচনি প্রশ্ন