১৩১. নাসিরের নিকট থেকে চেক পাওয়া গেল ৫,০০০ টাকা। এখানে কোন হিসাব ডেবিট হবে?
ক. নাসির হিসাব খ. নগদান হিসাব
গ. ব্যাংক হিসাব ঘ. চেক হিসাব
১৩২. কোনো লেনদেনে যদি ব্যক্তির নাম উল্লেখ থাকে, তখন সংশ্লিষ্ট লেনদেনকে কী ধরতে হয়?
ক. কারবারি লেনদেন
খ. ধারে লেনদেন
গ. নগদ ও ধারে লেনদেন
ঘ. নগদ লেনদেন
১৩৩. ব্যবসায় থেকে নগদ টাকা চুরি হলে এর জন্য ক্রেডিট করতে হবে—
ক. নগদান হিসাব
খ. বিবিধ ক্ষতি হিসাব
গ. ক্রয় হিসাব
ঘ. কারবার হিসাব
১৩৪. ভ্যাট বিল কখন জাতীয় সংসদে উপস্থাপন করা হয়?
ক. ১৯৮৯ সালের ১ জুন
খ. ১৯৯০ সালের ২ জুলাই
গ. ১৯৯১ সালের ১১ জুন
ঘ. ১৯৯২ সালের ৯ জুলাই
১৩৫. প্রাপ্ত চেক সেদিনই ব্যাংকে জমা না দিলে কোন হিসাব ডেবিট করতে হবে?
ক. ব্যাংক হিসাব খ. নগদান হিসাব
গ. চেক হিসাব ঘ. উত্তোলন হিসাব
১৩৬. মালিকের ব্যক্তিগত মোটরসাইকেলটি কারবারে ব্যবহারের জন্য দেওয়া হলে সংশ্লিষ্ট মূল্য দ্বারা ক্রেডিট হবে—
ক. মোটরসাইকেল ক্রয়
খ. নগদান হিসাব
গ. যানবাহন হিসাব
ঘ. মূলধন হিসাব
১৩৭. মালিক তাঁর নিজের অর্থ দিয়ে ব্যবসায়ের জন্য সম্পত্তি ক্রয় করলে তার জন্য—
ক. মূলধন হিসাব ক্রেডিট হবে
খ. মূলধন হিসাব ডেবিট হবে
গ. উত্তোলন হিসাব ডেবিট হবে
ঘ. উত্তোলন হিসাব ক্রেডিট হবে
১৩৮. কারবারে ব্যবহারের উদ্দেশ্যে ক্রয়কৃত কোনো সম্পত্তি বিক্রয় করা হলে তা সংশ্লিষ্ট হিসাব—
ক. ক্রেডিট করতে হয়
খ. ডেবিট করতে হয়
গ. উভয় দিকে লিখতে হয়
ঘ. কোনো দিকেই লিখতে হয় না
১৩৯. বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয়কৃত পণ্য বিক্রয় করা হলে ক্রেডিট করতে হবে কোন হিসাবকে?
ক. ক্রয় হিসাব
খ. বিক্রয় হিসাব
গ. নগদান হিসাব
ঘ. দেনাদার হিসাব
১৪০. সরকারি কোষাগারে ভ্যাট জমা দেওয়া হলে এর জাবেদা কী?
ক. ভ্যাট চলতি হিসাব, ডেবিট নগদান হিসাব ক্রেডিট
খ. নগদান হিসাব, ডেবিট ভ্যাট চলতি হিসাব ক্রেডিট
গ. ভ্যাট চলতি হিসাব, ডেবিট প্রদত্ত ভ্যাট হিসাব ক্রেডিট
ঘ. ভ্যাট চলতি হিসাব, ডেবিটপ্রাপ্ত ভ্যাট হিসাব ক্রেডিট
সঠিক উত্তর
অধ্যায় ২: ১৩১.গ ১৩২.খ ১৩৩.ক ১৩৪.গ ১৩৫.খ ১৩৬.ঘ ১৩৭.ক ১৩৮.ক ১৩৯.খ ১৪০.ক
মুহাম্মদ আলী, সিনিয়র শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা
এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন | পরবর্তী বহুনির্বাচনি প্রশ্ন