এইচএসসি পরীক্ষার প্রস্তুতি

এইচএসসি - ভূগোল ২য় পত্র | অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ৪

৩১. আখ উৎপাদনে চীন বিশ্বের কততম?

ক. প্রথম খ. দ্বিতীয়

গ. তৃতীয় ঘ. চতুর্থ

নিচের উদ্দীপকের আলোকে ৩২ ও ৩৩ নম্বর প্রশ্নের উত্তর দাও:

২০১৩ সালের হিসাব অনুযায়ী ‘A’ ও ‘B’ দেশ দুটি তাদের প্রধান খাদ্যশস্য উৎপাদনে বিশ্বে যথাক্রমে চতুর্থ ও ষষ্ঠ স্থানে রয়েছে। উক্ত খাদ্যশস্য রপ্তানির ক্ষেত্রে ‘A’ দেশের তেমন ভূমিকা না থাকলেও ‘B’দেশটি প্রায় শীর্ষ স্থানে রয়েছে।

৩২. উদ্দীপকের দেশ দুটিতে যে খাদ্যশস্য উৎপন্ন হয়, তার অনুকূল তাপমাত্রা কত ডিগ্রি সেন্টিগ্রেড?

ক. ৮-১৭ খ. ১৮-২৭

গ. ২৮-৩৭ ঘ. ৩৮-৪৭

৩৩. উদ্দীপকে উল্লিখিত ‘A’ দেশটি ইঙ্গিতপূর্ণ খাদ্যশস্যটির রপ্তানি বাণিজ্যে কম গুরুত্বপূর্ণ কেন?

i. অধিক জনসংখ্যা

ii. অভ্যন্তরীণ চাহিদা

iii. বাজারজাতকরণের অসুবিধা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

নিচের উদ্দীপকের আলোকে ৩৪ ও ৩৫ নম্বর প্রশ্নের উত্তর দাও:

একটি খাদ্যশস্যের বৈজ্ঞানিক নাম Triticum aestivum। এর প্রধান জাতগুলোর আদিভূমির একটি স্থান হলো উত্তর আমেরিকা। পরবর্তীকালে এ অঞ্চল থেকে শস্যটি সারা বিশ্বে বিস্তার লাভ করে।

৩৪. উদ্দীপকে কোন শস্যের প্রতি ইঙ্গিত করা হয়েছে?

ক. যব খ. ভুট্টা

গ. ধান ঘ. গম

৩৫. উদ্দীপকে ইঙ্গিত করা শস্যটি উৎপাদনের জন্য প্রয়োজন—

i. ১৫০—২০০ সে. তাপমাত্রা

ii. ৫০—১০০ সেমি বৃষ্টিপাত

iii. কর্দময় দোআঁশ মৃত্তিকা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৬. পৃথিবীর প্রধান খাদ্যশস্য হিসেবে কোনটি ব্যবহৃত হয়?

ক. গম খ. ধান

গ. ভুট্টা ঘ. যব

৩৭. জনবহুল দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কততম?

ক. ১০ম খ. ৪র্থ

গ. ৭ম ঘ. ৮ম

৩৮. বাংলাদেশে কয়টি পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে?

ক. ৩ খ. ৪

গ. ৫ ঘ. ২

৩৯. BADC-এর কয়টি বীজ উৎপাদন খামার রয়েছে?

ক. ২১ খ. ১৪

গ. ১২ ঘ. ১০

৪০. বাংলাদেশে কৃষি গবেষণা সংস্থার সদর দপ্তর কোথায়?

ক. ঢাকা খ. গাজীপুর

গ. রাজশাহী ঘ. ময়মনসিংহ

সঠিক উত্তর

অধ্যায় ৪: ৩১.গ ৩২.খ ৩৩.ক ৩৪.ঘ ৩৫.ঘ ৩৬.ক ৩৭.ঘ ৩৮.খ ৩৯.ক ৪০. খ

মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন | পরবর্তী বহুনির্বাচনি প্রশ্ন