অষ্টম শ্রেণি - বাংলা ১ম পত্র | তৈলচিত্রের ভূত : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

অষ্টম শ্রেণির পড়াশোনা

তৈলচিত্রের ভূত

১১. আদিলের তিন দিন ধরে গায়ে জ্বর। ডাক্তার এসে তার কপালে হাত দিয়ে জ্বর পরীক্ষা করে দেখল। উদ্দীপকের জ্বর পরীক্ষা ও গল্পে আঙুলের ডগা পরীক্ষা করা কিসের নমুনা?

ক. রোগনির্ণয়ের

খ. উপসর্গ নির্ণয়ের

গ. রোগনিরাময়ের

ঘ. সহানুভূতির

১২. আরমান সাহেব একজন কলেজশিক্ষক। তিনি ছাত্রদের যেকোনো সমস্যার সমাধানে সহযোগিতা করেন। উদ্দীপকের চরিত্রটির সাথে গল্পে কার মিল পাওয়া যায়?

ক. নগেন খ. মামা

গ. পরেশ ঘ. ডাক্তার

১৩. ‘তুমি কোন দেশি ছেলে?’ — এখানে লেখক কোন বিষয়টি ফুটিয়ে তুলেছেন?

ক. অশিক্ষাকে খ. অজ্ঞতাকে

গ. অজানাকে ঘ. বুদ্ধিহীনতাকে

১৪. ‘তৈলচিত্রের ভূত’ গল্পটির মধ্যে লেখক কিসের প্রচেষ্টা করেছেন?

ক. কুসংস্কারমুক্ত সমাজ গড়তে

খ. কুসংস্কারবিরোধী আন্দোলন করতে

গ. মানুষকে শিক্ষা দিতে

ঘ. ভালোবাসতে

১৫. ‘তৈলচিত্রের ভূত’ ছোটগল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?

ক. মোসলেম ভারত

খ. সমকাল

গ. ইত্তেফাক

ঘ. মৌচাক

১৬. কত সালে মৌচাক পত্রিকায় তৈলচিত্রের ভূত প্রকাশিত হয়?

ক. ১৯৪১ সালে খ. ১৯৪২ সালে

গ. ১৯৪৪ সালে ঘ. ১৯৪৩ সালে

১৭. মানিক বন্দ্যোপাধ্যায় খ্যাতিমান কী হিসেবে?

ক. কবি ও গল্পকার

খ. কবি ও ঔপন্যাসিক

গ. ঔপন্যাসিক ও ছোটগল্পকার

ঘ. ঔপন্যাসিক ও নাট্যকার

১৮. মানিক বন্দ্যোপাধ্যায় কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন?

ক. ১৯৫৪ খ. ১৯৫৬

গ. ১৯৫৮ ঘ. ১৯৬০

১৯. নগেন কার বাড়িতে থেকে লেখাপড়া করত?

ক. মাসির খ. পিসির

গ. মামার ঘ. দাদার

২০. নগেন প্রায়ই তার মামাকে জমের বাড়ি পাঠাত কেন?

ক. পড়ার খরচ না দেওয়ায়

খ. ভালো ব্যবহার না করায়

গ. বিরক্তির ভাব প্রকাশ করায়

ঘ. অনাদর–অবহেলা করায়

সঠিক উত্তর

তৈলচিত্রের ভূত: ১১.ক ১২.গ ১৩.খ ১৪.ক ১৫.ঘ ১৬.ক ১৭.গ ১৮.খ ১৯.গ ২০.ঘ

মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

তৈলচিত্রের ভূত - বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)