১১. নোটিশ দেওয়ার কয়দিন পরে একজন কালো লোক সামনে এসে দাঁড়াল?
ক. দুই খ. তিন
গ. চার ঘ. পাঁচ
১২. ‘পড়ে পাওয়া’ গল্পের কাহিনির সময়টা কখনকার?
ক. কালবৈশাখীর খ. বর্ষাকালের
গ. ঝড়-বাদলের ঘ. শিলাবৃষ্টির
১৩. কিশোরদের দলের সর্দার কে ছিল?
ক. সিধু খ. নিধু
গ. তিনু ঘ. বিধু
১৪. ‘পড়ে পাওয়া’ বাক্সটি কী রঙের টিনের ছিল?
ক. হলুদ টিনের
খ. সবুজ টিনের
গ. খয়েরি টিনের
ঘ. কালো টিনের
১৫. বন্যায় কোন চরের কাপালিরা নিরাশ্রয় হয়ে গেল?
ক. মুরাতিপুর খ. বারাকপুর
গ. অম্বরপুর ঘ. নির্বিষখোলা
১৬. ‘যাবার সময় সে শাসিয়ে গেল’ — কে শাসিয়ে গেল?
ক. প্রথম লোকটি
খ. দ্বিতীয় লোকটি
গ. কাপালি
ঘ. নরহরি বোষ্টম
১৭. কয়খানা কাগজ লিখে নদীর ধারে রাস্তায় গাছে আঠা দিয়ে মেরে দেওয়া হলো?
ক. তিন খ. চার
গ. পাঁচ ঘ. ছয়
১৮. কার বাড়ির বিচুলিগাদায় লুকিয়ে রাখা হলো বাক্সটা?
ক. বিধু খ. নিধু
গ. বাদল ঘ. তিনু
১৯. বাক্স কুড়িয়ে পাওয়ার কথা কাগজে লিখে কোন বাড়িতে খোঁজ করার কথা বলা হয়েছিল?
ক. চাটুয্যে-বাড়িতে
খ. রায়বাড়িতে
গ. নরহরি বোষ্টমের বাড়িতে
ঘ. ভাদুই কুমোরের বাড়িতে
২০. ‘বিধু বড় হলে উকিল হবে’ — এ কথা সবাই বলত কেন?
ক. উকিলের মতো আচরণ করত বলে
খ. বিধু খুব বুদ্ধিমান বলে
গ. পড়ে পাওয়া বাক্সটি ফেরত দিল বলে
ঘ. গরিবের ওপর ওর দয়া বলে
সঠিক উত্তর
পড়ে পাওয়া: ১১.গ ১২.ক ১৩.ঘ ১৪.খ ১৫.গ ১৬.খ ১৭.ক ১৮.গ ১৯.খ ২০.খ
মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা