১১. ‘বেটা সাধুবেশে পাকা চোর অতিশয়।’ এখানে চোর বলা হয়েছে কাকে?
ক. উপেন খ. ভূস্বামী
গ. পারিষদ ঘ. মালী
১২. উপেন কত বছর পরে নিজ গ্রামে প্রবেশ করে?
ক. ১০–১৫ বছর
খ. ১৪–১৫ বছর
গ. ১৫–১৬ বছর
ঘ. ১৫–২০ বছর
১৩. উপেন জন্মভূমিকে কী বলে ধিক্কার দিয়েছে?
ক. নিলাজ কুলটা খ. নিলাজ জননী
গ. নিলাজ দাসি ঘ. দাসি জননী
১৪. দুই বিঘা জমির সবকিছু নিশ্চিহ্ন হলেও কালের সাক্ষী হিসেবে এখনো কোন স্মৃতিচিহ্নটুকু আছে?
ক. প্রাচীর খ. শাকপাতা
গ. পুষ্পিত কেশ ঘ. আমগাছ
১৫. সহসা কে শ্বাস ফেলে গেল?
ক. শাখা খ. ফল
গ. বাতাস ঘ. ঝড়
১৬. ভগবান উপেনকে কোথায় রাখবে না বলে ভেবেছিল?
ক. দুই বিঘা জমিতে
খ. সাধুর শিষ্য করে
গ. মোহ গর্তে
ঘ. হাটে-মাঠে-বাটে
১৭. দুই বিঘা জমির অঞ্চলে কয় রঙা পাতা শোভা পায়?
ক. চাররঙা খ. পাঁচরঙা
গ. ছয়রঙা ঘ. সাতরঙা
নিচের কবিতাংশটি পড়ে ১৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।
‘বাংলার হাওয়া বাংলার জল
হৃদয় আমার করে সুশীতল।’
১৮. উদ্দীপকটি ‘দুই বিঘা জমি’ কবিতার যে পঙ্ক্তিগুচ্ছের সঙ্গে বেশি প্রাসঙ্গিক—
i. গঙ্গার তীর, স্নিগ্ধ সমীর, জীবন জুড়ালে তুমি
ii. অবারিত মাঠ, গগন ললাট চুমে তব পদধূলি
iii. বুক ভরা মধু বঙ্গের বধূ জল লয়ে যায় ঘরে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৯. ‘স্নেহের সে দানে বহু সম্মানে বারেক ঠেকানু মাথা।’ উপেন কোথায় মাথা ঠেকাল?
ক. ফল দুটিতে খ. দুই বিঘা জমিতে
গ. প্রাচীরের দিকে ঘ. আমগাছে
২০. ‘দুই বিঘা জমি’ কবিতায় প্রকাশিত মূল বিষয় কী?
ক. সম্পদলিপ্সা খ. বাগানবিলাস
গ. সাধুর শিষ্য ঘ. পাকা চোর
সঠিক উত্তর
দুই বিঘা জমি: ১১.ক ১২.গ ১৩.ক ১৪.ঘ ১৫.গ ১৬.গ ১৭.খ ১৮.ঘ ১৯.ক ২০.ক
মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
এই বিষয়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন | পরবর্তী বহুনির্বাচনি প্রশ্ন