অষ্টম শ্রেণির পড়াশোনা
৫১. সরকারের শাসনকাজ পরিচালিত হয় কোথা থেকে?
ক. সচিবালয় থেকে
খ. মন্ত্রণালয় থেকে
গ. সংসদ ভবন থেকে
ঘ. প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে
৫২. বাংলাদেশের বিচার বিভাগের সর্বোচ্চ স্তর কোনটি?
ক. দেওয়ানি আদালত
খ. জজ কোর্ট
গ. সুপ্রিম কোর্ট
ঘ. ফৌজদারি আদালত
৫৩. বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি কোনটি?
ক. ঐক্য ও সংহতি খ. মমত্ববোধ
গ. ভ্রাতৃত্ববোধ ঘ. ধর্মীয় ঐক্য
৫৪. বাংলাদেশ সরকারের আইন বিভাগের আরেক নাম কী?
ক. জাতীয় সংসদ খ. সংসদ ভবন
গ. সচিব ঘ. মন্ত্রণালয়
৫৫. রাষ্ট্রপ্রধান কীভাবে ক্ষমতা লাভ করবেন, তার ওপর ভিত্তি করে গণতান্ত্রিক সরকারকে কয় ভাগে ভাগ করা হয়েছে?
ক. ২ ভাগে খ. ৪ ভাগে
গ. ৫ ভাগে ঘ. ৬ ভাগে
৫৬. বাংলাদেশের আইনসভা মোট কতজন সদস্য নিয়ে গঠিত?
ক. ৩০০ খ. ৩৪৫
গ. ৩৫০ ঘ. ৩৫১
৫৭. সংরক্ষিত আসনে মহিলা সদস্যরা কীভাবে নির্বাচিত হন —
i. পরোক্ষভাবে নির্বাচিত হন
ii. সরাসরি প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে নির্বাচিত হন
iii. সংসদ সদস্য কর্তৃক নির্বাচিত হন
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫৮. জাতীয় সংসদের মেয়াদ কত বছর?
ক. ৪ বছর খ. ৫ বছর
গ. ৬ বছর ঘ. ৭ বছর
৫৯. জাতীয় সংসদে ক তজন স্পিকার থাকেন?
ক. একজন খ. দুজন
গ. তিনজন ঘ. চারজন
৬০. কোন ধরনের শাসনব্যবস্থায় জনগণের অধিকার ও মতামতের কোনো স্থান নেই?
ক. সমাজতন্ত্র
খ. গণতন্ত্র
গ. নিয়মতান্ত্রিক রাজতন্ত্র
ঘ. একনায়কতন্ত্র
সঠিক উত্তর
অধ্যায় ৭: ৫১.ক ৫২.গ ৫৩.ক ৫৪.ক ৫৫.ক ৫৬.গ ৫৭.ক ৫৮.খ ৫৯.ক ৬০.ঘ
মো. আবুল হাছান, সিনিয়র শিক্ষক, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা