অষ্টম শ্রেণির পড়াশোনা
৩১. বাংলাদেশের সংবিধান কতটি ভাগে বিভক্ত রয়েছে?
ক. ১১ খ. ১২
গ. ১৩ ঘ. ১৪
৩২. বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ রয়েছে?
ক. ১৪০টি খ. ১৪৮টি
গ. ১৫২টি ঘ. ১৫৩টি
৩৩. বাংলাদেশের সংবিধানে কতটি প্রস্তাবনা রয়েছে?
ক. ১টি খ. ২টি
গ. ৩টি ঘ. ৪টি
৩৪. বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র পরিচালনার কয়টি মূলনীতির কথা বলা হয়েছে?
ক. ৪টি খ. ৫টি
গ. ৬টি ঘ. ৭টি
৩৫. নিচের কোনটি রাষ্ট্র পরিচালনার মূলনীতি?
i. জাতীয়তাবাদ
ii. সমাজতন্ত্র ও গণতন্ত্র
iii. ধর্মনিরপেক্ষতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৬. সংবিধানে কোন ধর্মকে রাষ্ট্রধর্ম হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে?
ক. ইসলাম খ. হিন্দু
গ. বৌদ্ধ ঘ. খ্রিষ্টান
৩৭. কোনটি বাংলাদেশের নাগরিকদের পরিচয় ?
ক. স্বদেশীয় খ. প্রবাসী
গ. বাংলাদেশি ঘ. বাঙালি
৩৮. জাতি হিসেবে বাংলাদেশের জনগণ কী নামে পরিচিত ?
ক. বাংলা ভাষাভাষী
খ. প্রবাসী
গ. বাংলাদেশি
ঘ. বাঙালি
৩৯. সংসদীয় পদ্ধতির শাসনব্যবস্থায় প্রকৃত ক্ষমতা কার হাতে থাকবে?
ক. রাষ্ট্রপতির খ. অর্থমন্ত্রীর
গ. প্রধানমন্ত্রীর ঘ. মন্ত্রীর
৪০. সংবিধানে বিভিন্ন ধর্মাবলম্বীর ব্যাপারে নিশ্চিত করা হয়েছে —
i. সমান মর্যাদা
ii. সমান অধিকার
iii. বৈষম্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. i ও iii ঘ. i ও ii
সঠিক উত্তর
অধ্যায় ৭: ৩১.ক ৩২.ঘ ৩৩.ক ৩৪.ক ৩৫.ঘ ৩৬.ক ৩৭.গ ৩৮.ঘ ৩৯.গ ৪০.ঘ
মো. আবুল হাছান, সিনিয়র শিক্ষক, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা