অষ্টম শ্রেণির পড়াশোনা
২১. গণতন্ত্রে সাধারণত থাকে —
i. জনগণ ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করে
ii. সার্বভৌম ক্ষমতা জনগণের হাতে ন্যস্ত থাকে
iii. জনগণ সব ক্ষমতার উৎস
নিচের কোনটি সঠিক?
ক. ii খ. iii
গ. i ঘ. i, ii ও iii
২২. সরকারের বিভাগ হলো —
i. বিচার বিভাগ
ii. আইন বিভাগ
iii. শাসন বিভাগ
নিচের কোনটি সঠিক?
ক. ii খ. iii
গ. i ঘ. i, ii ও iii
২৩. সরকারের ধরনগুলোর ভিত্তিতে বাংলাদেশের সরকারব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য কতটি?
ক. ২টি খ. ৪টি
গ. ৫টি ঘ. ৬টি
২৪. সংবিধান কী?
ক. রাষ্ট্র পরিচালনার মূল দলিল
খ. রাষ্ট্র পরিচালনার হাতিয়ার
গ. রাষ্ট্র পরিচালনার কৌশল
ঘ. রাষ্ট্রের যাবতীয় কর্মকাণ্ড
২৫. কী অনুযায়ী রাষ্ট্রের শাসনব্যবস্থা পরিচালিত হয়?
ক. রাষ্ট্রপতির আইন অনুযায়ী
খ. সংবিধান অনুযায়ী
গ. প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী
ঘ. প্রচলিত প্রথা অনুযায়ী
২৬. গণপরিষদের প্রথম অধিবেশন কবে বসে ছিল?
ক. ১৯৭১ সালের ১০ এপ্রিল
খ. ১৯৭১ সালের ২৭ এপ্রিল
গ. ১৯৭২ সালের ১০ এপ্রিল
ঘ. ১৯৭২ সালের ১৭ জুলাই
২৭. কোনো কারণে সংসদ ভেঙে গেলে বা অবলুপ্ত হলে সংবিধান অনুযায়ী কত দিনের মধ্যে নির্বাচন করতে হয়?
ক. ৯০ খ. ৯৫
গ. ১০০ ঘ. ১০৫
২৮. বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কতবার সংশোধিত হয়েছে?
ক. ১৭ বার খ. ১৮ বার
গ. ১৯ বার ঘ. ২১ বার
২৯. বাংলাদেশের সংবিধানের সর্বশেষ সংশোধনী গৃহীত হয় কবে?
ক. ২০১০ সালের ২২ সেপ্টেম্বর
খ. ২০১১ সালের ২০ জুন
গ. ২০১৩ সালের ৩০ জুন
ঘ. ২০১৮ সালের ৮ জুলাই
৩০. বাংলাদেশ রাষ্ট্রের পরিচয় কী?
ক. রাজতান্ত্রিক রাষ্ট্র
খ. সমাজতান্ত্রিক রাষ্ট্র
গ. সাম্প্রদায়িক রাষ্ট্র
ঘ. গণপ্রজাতান্ত্রিক রাষ্ট্র
সঠিক উত্তর
অধ্যায় ৭: ২১.ঘ ২২.ঘ ২৩.খ ২৪.ক ২৫.খ ২৬.গ ২৭.ক ২৮.ক ২৯.ক ৩০.ঘ
মো. আবুল হাছান, সিনিয়র শিক্ষক, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা