শুভেচ্ছাদূত হওয়ার পর অনুষ্ঠানে ব্যাট হাতে সাকিব আল হাসানহুয়াওয়ে টেকনোলজিসের শুভেচ্ছাদূত হিসেবে বাংলাদেশে আগামী দুই বছর কাজ করবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি হোটেলে সাকিবের সঙ্গে হুয়াওয়ে টেকনোলজিসের চুক্তি হয়েছে।
চুক্তিপত্রে সই করার পর সাকিব আল হাসান বলেন, ‘হুয়াওয়ের মতো বিশ্ব পরিচিত ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পেরে আমি গর্বিত। আশা করি ভবিষ্যতে আমরা একসঙ্গে ভালোভাবে কাজ করতে পারব এবং হুয়াওয়েও তাদের গ্রাহকদের মানসম্মত সেবা প্রদান নিশ্চিত করবে।’
এ সময় উপস্থিত ছিলেন হুয়াওয়ে টেকনোলজিসের (বাংলাদেশ) প্রধান নির্বাহী ঝাও হাওফু। তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষের কাছে আমাদের ব্র্যান্ডকে আরও বেশি পরিচিত করে তুলতে কাজ করবেন সাকিব আল হাসান।’