৫৮০ বছর পর আজ এমন দীর্ঘ মেয়াদে আংশিক চন্দ্রগ্রহণের দেখা পেল বিশ্ববাসী। প্রায় সাড়ে তিন ঘণ্টার মূল গ্রহণ উত্তর আমেরিকার দেশগুলো থেকে সবচেয়ে ভালো দেখা যায়। অস্ট্রেলিয়া, পূর্ব এশিয়া, উত্তর ইউরোপ এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেও তা দৃশ্যমান হয়।
চাঁদ ও সূর্যের মাঝামাঝি একই সরলরেখায় পৃথিবী এলে চন্দ্রগ্রহণ হয়। তখন পৃথিবীর আড়ালে থাকায় সূর্যের আলো পৌঁছাতে পারে না চাঁদে। আজ যেহেতু পৃথিবীর ছায়ায় চাঁদের ৯৭ শতাংশ ঢাকা পড়ে, তাই এটিকে আংশিক বা খণ্ড গ্রাস চন্দ্রগ্রহণ বলা হচ্ছে। পুরোটা ঢাকা পড়লে বলা হতো পূর্ণ চন্দ্রগ্রহণ।
বাংলাদেশ সময় বেলা ১টা ১৯ মিনিটে শুরু হয় আংশিক গ্রহণ, শেষ হয় ৪টা ৪৭ মিনিটে। তবে পিনামব্রাল পর্যায়ের গ্রহণ চলে সন্ধ্যা ৬টা ৩ মিনিট পর্যন্ত।
চলুন ছবি ও ভিডিওতে এবারের চন্দ্রগ্রহণ দেখা যাক।
জাপানে অবস্থিত বিশ্বের উচ্চতম সম্প্রচার টাওয়ার টোকিও স্কাইট্রির পাশে পৃথিবীর ছায়ায় ঢেকে যাওয়া রক্তিম চাঁদচন্দ্রগ্রহণের এই ছবি যুক্তরাষ্ট্র থেকে তোলা। পাশেই দেখা যাচ্ছে নিউইয়র্কের ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ভবনের ওপরে থাকা অ্যানটেনামধ্য জাপানের গিফু ক্যাসেলের ওপর দিয়ে দেখা চন্দ্রগ্রহণএল সালভাদরের রাজধানী স্যান সালভাদরে যিশুখ্রিষ্টের ভাস্কর্যের ফাঁক দিয়ে দেখা রক্তিম চাঁদযুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনের ওপর নির্মিত ‘স্ট্যাচু অব ফ্রিডম’-এর পাশে। এমন রক্তিম চাঁদের দেখা আরও মিলবে, তবে এত দীর্ঘ মেয়াদে চন্দ্রগ্রহণ ২৬৬৯ সালের আগে আবার দেখা যাবে নাএটিও যুক্তরাষ্ট্রের। ওয়াশিংটনের ওয়াশিংটন মনুমেন্টের ডগার ওপর আংশিক চন্দ্রগ্রহণচীনের সাংহাইয়ের উঁচু ভবনগুলোর ওপর দেখা যাচ্ছে রক্তিম চাঁদ৫৮০ বছর এমন দীর্ঘ মেয়াদে চন্দ্রগ্রহণ দেখতেই এই আয়োজন। ছবিটি জাপানের টোকিওর রোপঙ্গি হিলস অবজারভেশন ডেকেরএটিও টোকিওর রোপঙ্গি হিলস অবজারভেশন ডেকের ছবি। চন্দ্রগ্রহণের ভিডিও ধারণ করার জন্য সংবাদকর্মীরা জড়ো হনছবিটি মেক্সিকো সিটি থেকে তোলা। চন্দ্রগ্রহণের শুরুর পর্যায়ে আঁধারে ঢেকে যেতে শুরু করে চাঁদযুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের সামনে গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে চন্দ্রগ্রহণআংশিক চন্দ্রগ্রহণের ছবিটি চিলির সান্তিয়াগো থেকে তোলাচন্দ্রগ্রহণের শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখতে পাবেন নিচে যুক্ত টাইম অ্যান্ড ডেটের ভিডিওতে।