টেস্টটিউব বেবি বা আইভিএফ পদ্ধতিতে শিশুর জন্ম নতুন কিছু নয়। তবে অনাগত শিশুকে মা-বাবার দুরারোগ্য জন্মগত রোগ থেকে মুক্ত রাখতে এবার যুক্তরাজ্যে নতুন একটি পদ্ধতি ব্যবহারের চিন্তাভাবনা চলছে। এতে মা-বাবার ‘ত্রুটিপূর্ণ’ মাইটোকন্ড্রিয়া অপসারণ করা হয়। এ জন্য বিজ্ঞানীরা দুটি কৌশল বের করেছেন।
কৌশল-১
ভ্রূণে পরিবর্তন নিষিক্ত হওয়ার পরে
মা-বাবার নিষিক্ত ডিম্বাণু
ত্রুটিপূর্ণ মাইটোকন্ড্রিয়া
মা-বাবার নিউক্লিয়ার উপাদান অপসারণ
মা-বাবার নিউক্লিয়ার
দাতার নিষিক্ত ডিম্বাণু
(একই বাবার দ্বারা নিষিক্ত)
স্বাস্থ্যকর মাইটো-কন্ড্রিয়া
মা-বাবার নিউক্লিয়ার উপাদান দাতার ডিম্বাণুতে স্থাপন
দাতার নিউক্লিয়ার উপাদান
দাতার নিউক্লিয়ার উপাদান অপসারণ ও ধ্বংস
কৌশল-২
ডিম্বাণুতে পরিবর্তন নিষিক্ত হওয়ার আগে
মায়ের ডিম্বাণু
ত্রুটিপূর্ণ মাইটোকন্ড্রিয়া
মায়ের নিউক্লিয়াস অপসারণ
মায়ের নিউক্লিয়াস দাতার ডিম্বাণুতে নিষিক্তকরণ
মায়ের নিউক্লিয়াস
দাতার ডিম্বাণু
স্বাস্থ্যকর মাইটো-কন্ড্রিয়া
দাতার নিউক্লিয়াস অপসারণ ও ধ্বংস
দাতার নিউক্লিয়াস
সূত্র: গার্ডিয়ান।