মোবাইল ইন্টারনেটের গতিতে বাংলাদেশের পেছনে কেবল তিন দেশ

আনস্প্ল্যাশ

মোবাইল ইন্টারনেটের গতির সূচকে বাংলাদেশ বরাবরই শেষের দিকে ছিল। সম্প্রতি প্রকাশিত সূচকে পিছিয়েছে আরও দুই ধাপ। ১৪০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন ১৩৭তম। বাংলাদেশের পেছনে এখন কেবল ফিলিস্তিন, ভেনেজুয়েলা ও আফগানিস্তান।

প্রতি মাসে বিশ্বের দেশগুলোর গড় ইন্টারনেট গতির তুলনামূলক চিত্র তুলে ধরে ওকলা নামের প্রতিষ্ঠান। এক মাসের তথ্য বিশ্লেষণ করে পরবর্তী মাসের মাঝামাঝি সূচক প্রকাশ করে তারা। সর্বশেষ প্রকাশিত আগস্টের সূচকে বাংলাদেশে মোবাইল ইন্টারনেটের গড় গতি ছিল সেকেন্ডে ১২ দশমিক ৯২ মেগাবিট (এমবিপিএস), যা আগের মাসের গড় গতির চেয়ে সামান্য বেশি।

আট মেগাবিটে এক মেগাবাইট।
আগস্টে দেশে মোবাইল ইন্টারনেটের গড় গতি

গত মাসে প্রকাশিত জুলাইয়ের সূচকে ১৩৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ১৩৫তম। সে সময় মোবাইল ইন্টারনেটের গড় গতি ছিল ১২ দশমিক ৬ এমবিপিএস। নতুন তালিকায় গতি সামান্য বাড়লেও সেটা বৈশ্বিক গড় গতি বৃদ্ধির হারের তুলনায় বেশ কম।

চলতি মাসে প্রকাশিত ওকলার আরেকটি সূচকে দেখা যায়, গত এক বছরে বিশ্বব্যাপী মোবাইল ইন্টারনেটের গতি গড়ে বেড়েছে ৫৯ দশমিক ৫ শতাংশ। একই মেয়াদে বাংলাদেশে মোবাইল ইন্টারনেটের গতি বৃদ্ধির হার ১৫ দশমিক ৩৮ শতাংশ, যা বৈশ্বিক গড়ের এক-চতুর্থাংশের সামান্য বেশি।

আগস্টে বিশ্বব্যাপী মোবাইল ইন্টারনেটের গড় গতি ছিল ৫৬ দশমিক ৭৪ এমবিপিএস। আর তালিকার প্রথম দেশ সংযুক্ত আরব আমিরাতে ছিল ১৯৫ দশমিক ৫২ এমবিপিএস।

আগস্টে দেশের ব্রডব্যান্ড ইন্টারনেটের গড় গতি

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) হিসাবে, জুলাই শেষে দেশে মোবাইল ইন্টারনেটের ব্যবহারকারী দাঁড়িয়েছে ১১ কোটি ৩৬ লাখ ৯০ হাজারে, যা জুনের চেয়ে ২ দশমিক ৫২ শতাংশ বেশি। একই হিসাবে, দেশের ব্রডব্যান্ডের গ্রাহকসংখ্যা ১ কোটির কিছু বেশি। সর্বশেষ ৯০ দিনে একবার ইন্টারনেটে সক্রিয় হলেই তাঁকে গ্রাহক হিসেবে গণ্য করা হয়।

মোবাইল ইন্টারনেটের গতিতে সার্কভুক্ত অন্য দেশগুলোর মধ্যে ভারত চার ধাপ পিছিয়ে ১২৬ নম্বরে, নেপাল দুই ধাপ পিছিয়ে ১১৪ নম্বরে, মালদ্বীপ এক ধাপ এগিয়ে ৪০ নম্বরে, পাকিস্তান সাত ধাপ পিছিয়ে ১২০ নম্বরে, শ্রীলঙ্কা দুই ধাপ পিছিয়ে ১৩০ নম্বরে এবং আফগানিস্তান এক ধাপ পিছিয়ে ১৪০ নম্বরে রয়েছে। মোবাইল ইন্টারনেটের গতির তালিকায় ভুটান নেই।

মোবাইল ইন্টারনেটের গতির সূচকে দুই ধাপ পেছালেও ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেট গতির সূচকে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ। ১৮০ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ৯৭তম। ওকলার হিসাবে আগস্টে দেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের গড় গতি ছিল ৩৮ দশমিক ৯৮ এমবিপিএস।

এখানে কেবল ডাউনলোডের গতি উল্লেখ করা হয়েছে।