নতুন প্রযুক্তির টিভি আসছে

কিউনেড টিভি
 ছবি : এলজির সৌজন্যে

ওএলইডি টিভির জগতে অন্যতম নাম এলজি। তারা এবার মিনি এলইডি টিভির রাজ্যে ঢুকছে। মিনি এলইডি টিভিতে মূলত ক্ষুদ্র এলইডি প্রযুক্তি থাকে, যা বর্তমান এলইডিগুলোর চেয়ে পাঁচ গুণ ছোট। এর অর্থ হচ্ছে, মিনি এলইডি টিভিতে আরও নির্দিষ্ট ব্যাকলাইটিং, উন্নত কনট্রাস্ট ও ব্রাইটনেস সুবিধা পাওয়া যাবে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ জানিয়েছে, মিনি এলইডি প্রযুক্তির এ টিভিকে এলজি কর্তৃপক্ষ নাম দিয়েছে ‘কিউএনইডি’ বা কিউনেড টিভি।

কারণ, এতে কোয়ান্টাম ডট কালার (কিউ), ন্যানোসেল প্রযুক্তি (এন) ও লাইট এমিটিং ডায়োড (এলইডি) থাকে। মানুষ যাতে এ টিভিকে কিউএলইডি ও ওএলইডির সঙ্গে গুলিয়ে না ফেলে, তাই নতুন প্রযুক্তিটিকে কিউনেড বলা হচ্ছে। এটি মূলত হাইঅ্যান্ড এলসিডি টিভি।

চলতি বছর লাসভেগাসে অনুষ্ঠেয় সিইএস মেলায় এ টিভি প্রদর্শন করতে পারে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি।

এর আগে টিসিএল মিনি এলইডিযুক্ত ৮-সিরিজের টিবি বাজারে এনেছে। গুঞ্জন রয়েছে, আগামী বছরের প্রথমার্ধে স্যামসাংও নতুন প্রযুক্তির টিভি বাজারে আনতে পারে।

তবে মিনি এলইডি ডিসপ্লের এই জোয়ার শুধু টিভিতেই সীমিত থাকছে না। এ বছরে এমএসআই মিনি এলইডি প্রযুক্তির ল্যাপটপ উন্মুক্ত করেছে। গুঞ্জন রয়েছে, আগামী বছরে অ্যাপল তাদের ছয়টি প্রযুক্তিপণ্যে এ প্রযুক্তি ব্যবহার করতে পারে।

এলজির কিউনেড টিভির দাম সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তবে এর দাম ওএলইডি টিভির চেয়ে কম হতে পারে বলে ধারণা করা হচ্ছে।