ঘুম থেকে উঠেই মুঠোফোনে টুইটার ব্যবহার করেন অনেকে। কেউ আবার মাঝরাতে ঘুম ভেঙে গেলে বন্ধুর পাঠানো বার্তা দেখতে ঢুঁ মারেন খুদে ব্লগের সাইটটিতে। কিন্তু অন্ধকার ঘরে বা ঘুমচোখে মুঠোফোন ব্যবহার করলে ক্ষতি হয় চোখের। সমস্যা সমাধানে অনেকেই মুঠোফোনের পর্দার উজ্জ্বলতা কমিয়ে রাখেন। টুইটারের ডার্ক মোডের সুবিধাটা কাজে লাগিয়ে সহজেই এ সমস্যা থেকে মুক্তি মিলবে। ঘরের আলো কম থাকলে স্বয়ংক্রিয়ভাবে কালো রংয়ের স্ক্রিন চালু হবে টুইটারে।
মুঠোফোনে ডার্ক মোড ফিচারটি চালুর জন্য টুইটার অ্যাকাউন্টে প্রবেশ করে প্রোফাইল ছবি ট্যাপ করে নেভিগেশন বার চালু করতে হবে। এবার সেটিংস অ্যান্ড প্রাইভেসি বাটনে ক্লিক করে অ্যাকসেসিবিলিটি, ডিসপ্লে অ্যান্ড ল্যাংগুয়েজেস অপশনে ক্লিক করতে হবে। এরপর ডিসপ্লে অ্যান্ড সাউন্ড বাটনে ক্লিক করে ডার্ক মোড ট্যাপ করে মেনু অপশন চালু করতে হবে। এবার ডার্ক মোড চালু করে থিম অপশনে থাকা ডিম বা লাইটস আউট নির্বাচন করতে হবে। সূত্র : ম্যাশেবল