২০ বছর ধরে অনলাইনে তথ্য পাওয়ার বড় উৎসে পরিণত হয়েছে উইকিপিডিয়া। বিনা মূল্যের এই বিশ্বকোষের লাখ লাখ নিবন্ধ যেমন প্রতিদিন বহু মানুষ পড়েন, তেমনি লেখার কাজটাও সেচ্ছাসেবীরাই করেন। প্রায় এক দশক পর বদলানো হচ্ছে উইকিপিডিয়ার ডেস্কটপ সংস্করণ। নতুন ব্যবহারকারীরা যেন সহজে উইকিপিডিয়া ব্যবহার করতে পারেন, সে লক্ষ্যেই এমনটা করা হচ্ছে বলে দ্য ভার্জ-এর খবরে বলা হয়েছে।
উইকিপিডিয়ায় প্রস্তাবিত পরিবর্তন দেখতে পাবেন মিডিয়াউইকি পোস্ট থেকে। ওপরের ডান দিকে যুক্ত হচ্ছে টেবল অব কনটেন্ট বা পাঠ্যসূচি। এতে সহজে দীর্ঘ নিবন্ধের বিভিন্ন অংশে যাওয়া যাবে। পুরোটা স্ক্রল করার দরকার পড়বে না।
প্রথম পরিবর্তন আসবে বাঁ পাশের সাইড বারে। চাইলে প্রতি পৃষ্ঠা থেকে সাইড বার বন্ধ রাখা যাবে। এতে মূল লেখা পড়ায় সময় অপ্রয়োজনীয় লিংকগুলো মনোযোগে ব্যাঘাত করবে না। তা ছাড়া একটি বোতামে ভাষা পরিবর্তনের সুবিধা আসছে। যে নিবন্ধটি পড়া হচ্ছে, তা অন্য কোন কোন ভাষায় পড়া যাবে, তা দেখাবে সেখানে।
প্রতি পাতায় উইকিপিডিয়ার লোগো ছোট করা হবে। তা ছাড়া নিবন্ধ খোঁজার সার্চ বারে পরিবর্তন আনা হবে। সহজে অন্যান্য পাতা খুঁজে পাওয়া যাবে বলে জানানো হয়েছে।
দৃশ্যমান পরিবর্তনের চেয়ে নিবন্ধ পড়ার অভিজ্ঞতায় পরিবর্তন আনার চেষ্টা করা হচ্ছে। আর এই পরিবর্তনগুলো আনা হবে দীর্ঘ সময় ধরে। এক ব্লগ পোস্টে উইকিপিডিয়ার মূল প্রতিষ্ঠান উইকিমিডিয়া ফাউন্ডেশন জানিয়েছে, পরিবর্তন আনার আগে ব্যবহারকারীদের তা পরখ করে দেখার সুযোগ দেওয়া হবে। পরিবর্তনের কাজটি শেষ হবে ২০২১ সালের শেষ নাগাদ। তবে মুঠোফোন সংস্করণ বদলাবে কি না, সে বিষয়ে কিছু জানানো হয়নি। সূত্র: দ্য ভার্জ