বছর তিনেক আগেই ডিডিআর৫ র্যামের ঘোষণা এসেছে। সে সময় বলা হয়েছিল, র্যামের গতি বেড়ে হবে দ্বিগুণ। অবশেষে বাজারে আসছে সেই ডিডিআর৫ প্রযুক্তির র্যাম। দক্ষিণ কোরীয় মেমোরি সেমিকন্ডাক্টর উৎপাদনকারী প্রতিষ্ঠান এসকে হাইনিক্স জানিয়েছে, ২০২১ সালের তৃতীয় প্রান্তিকের মধ্যে বিক্রি শুরু করবে তারা। তবে তারা এখন থেকেই প্রস্তুত বলে দ্য ভার্জ ডটকমের প্রতিবেদনে জানানো হয়েছে।
এসকে হাইনিক্সের দাবি, নতুন এই র্যাম সেকেন্ডে ৫ হাজার ৬০০ মেগাবাইট পর্যন্ত ব্যান্ডউইথ সমর্থন করবে। ডিডিআর৫ প্রযুক্তির র্যাম অবশ্য সেকেন্ডে সর্বোচ্চ ৬ হাজার ৪০০ মেগাবাইট ব্যান্ডউইথ সমর্থন করে। তবু ডিডিআর৪ প্রযুক্তির চেয়ে ১ দশমিক ৮ গুণ গতি তো মিলবে। তা ছাড়া বিদ্যুৎও আগের তুলনায় কম খরচ হবে। আগে হতো ১.২ ভোল্ট, নতুন র্যামে হবে ১.১ ভোল্ট।
এসব খটমট হিসাব–নিকাশ বাদ দিলে, নতুন র্যামের ঘোষণা ঠিক এখনই ব্যবহারকারীর কম্পিউটারের গতিতে কোনো পরিবর্তন আনছে না। প্রথম কারণ, গ্রাহকের হাতে আসতে এখনো অনেক মাস বাকি। দ্বিতীয়ত, বর্তমানের কম্পিউটার সিস্টেম এখনো ডিডিআর৫ র্যাম সমর্থন করে না। ইনটেল তাদের ভবিষ্যতের কোনো প্রসেসর ডিডিআর৫ প্রযুক্তির র্যাম সমর্থন করবে বলে ঘোষণা দিয়েছে। এএমডি তো সে ঘোষণাও দেয়নি। ২০২২ সালের আগে দেবে বলে মনে করছেন না সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সে যাহোক, অবশেষে কোনো প্রতিষ্ঠান তো সত্যি সত্যি ডিডিআর৫ র্যাম উৎপাদনে নামছে। হয়তো তাদের দেখে অন্যান্য প্রতিষ্ঠানও শিগগিরই এগিয়ে আসবে। আর এখন না হোক, র্যামটি যখন হাতের নাগালে মিলবে, তখন তো এর সুফল পাওয়া যাবে। ডিডিআর৪ র্যামের বেলাতেও এমনটা হয়েছিল। ঘোষণার অনেক বছর পর ব্যবহারকারীদের হাতে পৌঁছেছে।