শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও রাশিয়ান ফেডারেল এজেন্সি অন হিউমেনিটারিয়ান কোঅপারেশন উইথ ফরেন কান্ট্রিসের ডেপুটি হেড পাভেল শেফসভের মধ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে
শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও রাশিয়ান ফেডারেল এজেন্সি অন হিউমেনিটারিয়ান কোঅপারেশন উইথ ফরেন কান্ট্রিসের ডেপুটি হেড পাভেল শেফসভের মধ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে

শিক্ষায় রাশিয়ার বৃত্তি বাড়াতে চুক্তি করবে বাংলাদেশ ও রাশিয়া

উচ্চশিক্ষা, কারিগরি, বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় রাশিয়ার বৃত্তি বাড়ানো এবং দুই দেশের ডিগ্রির পারস্পরিক গ্রহণযোগ্যতা নিশ্চিত করার জন্য চুক্তি করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও রাশিয়া। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও রাশিয়ান ফেডারেল এজেন্সি অন হিউমেনিটারিয়ান কোঅপারেশন উইথ ফরেন কান্ট্রিসের ডেপুটি হেড পাভেল শেফসভের মধ্যে এক দ্বিপক্ষীয় সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়। আজ বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষামন্ত্রীর দপ্তরে এই সভা অনুষ্ঠিত হয়।

প্রতিনিধি দলে আরও ছিলেন রাশিয়ান দূতাবাসের কাউন্সিলর পাভেল দুবইচেনকফ, রাশিয়ার সিনারজি বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট খাশিভ আলী খান ব্যসলানোবিচ, রাশিয়ান ফ্রেন্ডশিপ সোসাইটি উইথ বাংলাদেশের প্রেসিডেন্ট সাত্তার মিয়া প্রমুখ।