সিউল ইউনিভার্সিটিতে ফেলোশিপ, মাসে ১৫-২০ লাখ ওন, সঙ্গে বিমান টিকিট-স্বাস্থ্য বিমা

ছবি: বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে নেওয়া

দক্ষিণ কোরিয়ায় সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি (এসএনইউ) ফেলোশিপ দেবে বিদেশি শিক্ষার্থীদের। এ ফেলোশিপের নাম সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি প্রেসিডেন্ট ফেলোশিপ অ্যাওয়ার্ড। আগ্রহীরা আগামী ৩ জুলাই থেকে আবেদন করতে পারবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি (এসএনইউ) রিপাবলিক অফ কোরিয়া ২০২৪ সালের স্প্রিং সেমিস্টারের জন্য প্রেসিডেন্ট ফেলোশিপ অ্যাওয়ার্ড ঘোষণা করেছে। আগ্রহী প্রার্থীরা ৩ থেকে ৭ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

ফেলোশিপ পেলে যে যে সুবিধা মিলবে

  • ছয় সেমিস্টারে কোনো টিউশন ফি নেই

  • মাসে ১৫ থেকে ২০ লাখ ওন (কোরিয়ান মুদ্রা) মিলবে। এ অর্থ মিলবে ৩–৪ বছর।

  • ইকোনমি ক্লাসে উড়োজাহাজে যাওয়া–আশার টিকিট।

  • কোরিয়ান ভাষা শিক্ষার ক্লাস (রেগুলার সেমিস্টারে শুধু সন্ধ্যায় ক্লাস)

  • স্বাস্থ্য বিমার সুবিধা