অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ইউনিভার্সিটিতে পড়াশোনার সুযোগ, দেখুন বিস্তারিত

যাঁরা বিদেশে পড়তে যেতে চান, তাঁদের অনেকেরই পছন্দের দেশ অস্ট্রেলিয়া। দেশটির অন্যতম একটি বড় শিক্ষাপ্রতিষ্ঠান অ্যাডিলেড ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়টি বিদেশি শিক্ষার্থীদের থেকে আবেদন আহ্বান করছে। অস্ট্রেলিয়ার দুটি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব অ্যাডিলেড ও ইউনিভার্সিটি অব সাউথ অস্ট্রেলিয়া একীভূত হয়ে অ্যাডিলেড ইউনিভার্সিটির যাত্রা শুরু। অ্যাডিলেড বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য নানা অফার দেয়। এ বিশ্ববিদ্যালয়ের কোর্সগুলো শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা ও নিয়োগযোগ্যতা বৃদ্ধিতে সহায়তা করে। একীভূত করার পর নতুন শিক্ষাকাঠামোতে বিশ্ববিদ্যালয়ের পাঠদান শুরু হবে আগামী বছরের প্রথম দিন (১ জানুয়ারি, ২০২৬) থেকেই।

শিক্ষার্থীদের চাকরিদাতা শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত করা অ্যাডিলেড ইউনিভার্সিটির অন্যতম লক্ষ্য। ২০০টির বেশি শিল্প অংশীদার ও নিয়োগকর্তাদের সঙ্গে কাজ করে বিশ্ববিদ্যালয়। অ্যাডিলেড শহরটি কিউএস সেরা শিক্ষার্থীবান্ধব শহর ২০২৫–এর তালিকায় ২৮তম স্থানে আছে।

আবেদনের সময়সীমা

অ্যাডিলেড ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাইলে ১৫ জুলাইয়ের মধ্যে আন্তর্জাতিক শিক্ষার্থীদের আবেদন করতে হবে।

অ্যাডিলেড বিশ্ববিদ্যালয় সম্পর্কে আরও জানতে ভিজিট করুন