যুক্তরাষ্ট্রে ‘স্ট্যাম্প স্কলারশিপ', ১৪ লাখ টাকা, আবেদন করুন দ্রুত

যুক্তরাষ্ট্রের অন্যতম একটি উচ্চশিক্ষার প্রতিষ্ঠান মায়ামি বিশ্ববিদ্যালয়। এটি ১৮০৯ সালে প্রতিষ্ঠিত হয়। লিবারেল আর্টস এবং বিজ্ঞানের জন্য মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয়টি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত। আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা মূল্যে স্নাতক প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে বিশ্ববিদ্যালয়টি। ‘স্ট্যাম্প স্কলারশিপ’–এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা এই স্কলারশিপ পাবেন। বাংলাদেশসহ যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে আগামী ১ নভেম্বরের মধ্য।

সুযোগ–সুবিধা—

  • সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে;

  • আবাসন খরচ প্রদান করবে;

  • ল্যাপটপ প্রদান করবে;

  • ১২ হাজার ডলারের একটি উপবৃত্তি পাবেন কেউ  ‘স্ট্যাম্প স্কলারশিপ’ পেলে। (১ ডলার সমান ১১৯ টাকা ৫১ পয়সা ধরে ১২ হাজার ডলার সমান ১৪ লাখ ৩৪ হাজার ৯৬ টাকা হয়);

  • স্বাস্থ্যবিমা প্রদান করবে;

  • শিক্ষার্থীরা গবেষণাসহ অন্য ক্ষেত্রের জন্য বিভিন্ন ধরনের ভাতা পাবেন।

আবেদনের যোগ্যতা—

  • মায়ামি বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রয়োজনীয় শর্ত পূরণ করতে হবে;

  • এসিটি ও এসএটি স্কোর জমা দিতে হবে;

  • উচ্চমাধ্যমিকে ভালো ফলাফল থাকতে হবে;

  • ইংরেজি দক্ষতার সনদ দেখাতে হবে। আইইএলটিএসে ন্যূনতম ৬.৫ অথবা টোয়েফল আইবিটিতে কমপক্ষে ৮০ পেতে হবে;

  • আবেদনকারীদের অবশ্যই মায়ামি বিশ্ববিদ্যালয়ে আবেদন করে ভর্তি নিশ্চিত করতে হবে।

আবেদন প্রক্রিয়া: অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন