বাংলাদেশি শিক্ষার্থীদের বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ চীনে

বিশ্ববিদ্যালয়গুলোর র‍্যাঙ্কিংয়ের সেরা দশে সব সময় একচেটিয়া রাজত্ব যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর। মার্কিন গণমাধ্যম ফোর্বস বলছে, এ রেকর্ড ভেঙে সেরা দশের তালিকায় প্রবেশ করতে যাচ্ছে চীন। আর এ কারণে উচ্চশিক্ষার জন্য অনেক শিক্ষার্থীর প্রিয় গন্তব্য এখন চীন। চীনের বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নানা প্রোগ্রাম অফার করে। তেমন একটি প্রোগ্রাম চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপ। এ বছরের বৃত্তির জন্য আবেদন শুরু হয়েছে।

চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপ–২০২৪–এ স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি, জেনারেল/সিনিয়র স্কলার প্রোগামের জন্য বাংলাদেশি শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ–সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশি শিক্ষার্থীরা অনলাইনে ২৬ ডিসেম্বর বিকেল পর্যন্ত আবেদন করতে পারবেন।
চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপে আবেদনের যোগ্যতা—
* স্নাতকে আবেদনের জন্য বয়স সর্বোচ্চ ২৫ বছর
* স্নাতকোত্তরে আবেদনের বয়স সর্বোচ্চ ৩৫ বছর
* পিএইচডি করতে চাইলে বয়স হতে হবে সর্বোচ্চ ৪০ বছর
* জেনারেল স্কলার প্রোগ্রামের জন্য আবেদনের বয়স হতে হবে সর্বোচ্চ ৪৫ বছর
* সিনিয়র স্কলার প্রোগ্রামের জন্য আগ্রহীদের বয়স হতে হবে সর্বোচ্চ ৫০ বছর

প্রয়োজনীয় নথি
* জীবন বৃত্তান্ত
* জাতীয় পরিচয়পত্র
* পাসপোর্টের কপি
* মোটিভেশনাল লেটার
* অনলাইন আবেদনপত্র
* একাডেমিক ট্রান্সক্রিপ্ট
* রিকমেন্ডেশন লেটার
* স্টেটমেন্ট অব পারপাস (এসওপি)
* ভাষা দক্ষতার সনদ (আইইএলটিএস বা টোফেল)
* পুলিশ ক্লিয়ারেন্স

এ বৃত্তির সুবিধা
* সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে চীন সরকার
* মিলবে আবাসন সুবিধা
* মাসিক উপবৃত্তি (স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি, জেনারেল/সিনিয়র স্কলারে আলাদা আলাদা উপবৃত্তি)
* চিকিৎসা বিমার সুবিধা

আবেদন প্রক্রিয়া যেভাবে—
বাংলাদেশি শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। তবে অনলাইন আবেদনের পাশাপাশি যাবতীয় নথি বাংলাদেশ সচিবালয়ে জমা দিতে হবে। স্নাতক, স্নাতকোত্তর ও ডক্টরাল—তিনটির যেকোনো একটিতে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। একাধিক আবেদন করলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।

*আবেদনের হার্ড কপি মন্ত্রণালয়ে জমা না দেওয়া হলে আবেদন বিবেচনা করা হবে না। চীন সরকারের কাছে আবেদন করতে লিংকে ক্লিক করতে হবে। বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করতে লিংকে ক্লিক করুন। এ লিংক আগামী ২৬ ডিসেম্বর বিকেল চারটা পর্যন্ত চালু থাকবে।

*আবেদনপত্রের হার্ড কপি সচিবালয়ের ২ নম্বর গেটসংলগ্ন অভ্যর্থনাকক্ষে সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত জমা দেওয়া যাবে। খামের ওপর প্রেরক, প্রাপক, আবশ্যিকভাবে ID/Tracking Number এবং প্রোগ্রামের নাম (স্নাতক/ স্নাতকোত্তর/ডক্টরাল/ নিউক্লিয়ার এনার্জেটিকস) উল্লেখ করতে হবে।

*হার্ড কপি মন্ত্রণালয়ে জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২৭ ডিসেম্বর বেলা ৩টা। ২ নম্বর গেট ব্যতীত অন্য কোনো গেটে আবেদন জমা না দেওয়ার অনুরোধ করা হয়েছে। বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুনl